0
পছন্দের ছবি গুলো দিয়ে তৈরি করুন আপনার এনড্রয়েড ফোনের পাসওয়ার্ড!
অনলাইনে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দারুণ একটি সফটওয়্যার যা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ভাবলাম অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে সেয়ার করি।
http://mdlutfor.blogspot.com

প্রথমেই একদম নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন এবং স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। এবং সফটওয়্যারটি ওপেন করুন 
  • এবার Enable Lockscreen টিক চিন্হ দিন 
  • security pin এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পিন সেট করুন 
  • photo keypad settings ক্লিক করুন।

পুরো বিষয়টা নিচের চিত্রের মতো হবে।

এবার set photo keypad ক্লিক করে আপনার পছন্দের ফোটা গুলো সেট করে নিন নিচের চিত্র দেখুন।

সফটওয়্যারটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখন থেকে ডাউনলোড করে নিন।
আজ আর না দেখা হবে পরবর্তীতে অনন্য কোনও নতুন বিষয় নিয়ে শেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহাফেজ 

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।