0

নিজের মোবাইল নম্বর বের করার পদ্ধতি। আমাদের অনেক সময় নিজের mobile নাম্বার জানার দরকার হয়।কারন
হিসাবে বলা যেতে পারে মোবাইলে টাকা লোড,বন্ধুকে নিজের ফোন নাম্বার দেয়া,জরুরী মুহুর্তে নিজের ফোন নাম্বার কাউকে দেয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্য হল এই যে,আমরা অনেক সময় তা বের করতে পারি না,সঠিক নিয়ম
না জানার কারনে।হ্যা, মোবাইল নাম্বার সহজে জানার একটা অতি সহজ উপায় আছে তা হল অন্য কোন মোবাইল নাম্বারে call দেয়া এবং সেখান থেকে জেনে নেয়া।কিন্তু অন্য নাম্বারে কল দিতে গেলে ব্যালেন্স লাগে যা হয়ত গুরুত্বপূর্ন
সময়ে না ও থাকতে পারে তাই সঠিক নিয়ম জানা থাকলে হয়ত কোন ভোগান্তিতে পরতে হবেনা। আসুন যেনে নেই কি ভাবে খুব সহজেই নিজের নাম্বার বের করতে হয়। গ্রামীনফোন,বাংলালিংক,রবি ,এয়ারটেল এবং টেলিটকের নাম্বার
কিভাবে দেখতে হয় তা দেখানো হল্-
*গ্রামীনফোন:
গ্রামীনফোন এর নাম্বার
জানতে ডায়াল করুন *১১১*৮*২#
*বাংলালিংক:
বাংলালিংক এর নাম্বার
জানতে ডায়াল করুন *৫১১#
*রবি:
রবির নাম্বার জানতে ডায়াল করুন
*১৪০*২*৪#
*এয়ারটেল:
এয়ারটেল এর নাম্বার জানতে ডায়াল
করুন *১২১*৬*৩#
*টেলিটক:
টেলিটক এর নাম্বার জানতে মেসেজ
অপশনে গিয়ে লিখুন TAR
এবং পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
ধন্যবাদ।

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।