0
ফোল্ডার লক করুন সফটওয়্যার ছাড়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন বন্ধুরা আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো তাহলো কোন প্রকার সফটওয়্যার ছাড়াই ফোল্ডার লক করা তাহলে চলুন শুরু করা যাক আমরা যারা কম্পিউটার ব্যবহার করি সাবাই winrar সম্পর্কে অবগত আছি win rar. সমন্ধে জানেনা এমন লোক খুজে পাওয়া মুশকিল. যাই হোক আমরা এই win rar দিয়ে এই কাজটা করবো আমি ধরেনিচ্ছ আপনার কম্পিউটারে winrar সফটওয়্যার ইন্সটল করা আছে যে ফোল্ডারটা লক করবেন তার ওপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন তারপর যে অপশন আসবে সেখান থেকে add to archive সিলেক্ট করুন তারপর একটি নতুন উইন্ডো আসবে নিচের চিত্রের মত
সেখান থেকে RAR সিলেক্ট করুন তারপর advanced সিলেক্ট করুন set password এ ক্লিক করুন এবার enter password এ আপনার password লিখুন এবার reenter password for verification এ পুনরায় ঐ একই. Password টাইপ করুন তারপর ok করে বেরিয়ে আসুন পুরো বিষয়টা নিচের চিত্রের মত হবে

 তৈরি হয়ে গেল আপনার লক ফোল্ডার. কোন সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন সমাধানের চেষ্টা করবো
                                                                  ধন্যবাদ

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।