3

ব্লগ সম্পর্কে 

এই ব্লগটির জন্ম ২০১২ সালের মাঝামাঝি সময়. আমার এক বন্ধুর দেখাদেখি অনেকটা শখের বসেই তৈরি করেছিলাম তখন খুব একটা লেখা লেখি করার ইচ্ছা বা শখ কোনটাই ছিলো না। কিন্তু ২০১৩ সাল থেকে একটু একটু করে আমার ব্লগ পড়ার প্রতি আগ্রহ বাড়তে থাকে মূলত তারপর থেকেই ব্লগ লেখার প্রতি আগ্রহী হয়ে উঠি।

 বিষয় বস্তু হিসেবে কেন প্রযুক্তি কেই বেছে নিলাম?

 আমি ২০০৯ সালের প্রথমদিকে কম্পিউটার ব্যবহার শুরু করি তখন আমি আমার পরিচিত কিছু মানুষের কাছে ছুটে যেতাম কম্পিউটার বিষয়ে কিছু শেখার জন্য কিন্তু তাদের ভাব দেখলে মনে হতো তাড়া খুবই ব্যস্ত আমার সাথে একটু কথা বলার মতো সময় তাদের নাই। যদিও সময়ে ব্যবধানে আজ আমার দক্ষতার সামনে তাদের অভিজ্ঞতা খুবই সামান্য. সবই আল্লাহর দান যাইহোক সেই অভিজ্ঞতার আলোকেই বুঝতে পারলাম কম্পিউটার. ইন্টারনেটের জগতে একজন নতুন ব্যক্তির কতটুকু সমস্যায় পরতে হয়। তাই আমার মতো কাওকে যেন কষ্ট করতে না হয় এজন্যই তৈরি করেছি প্রযুক্তি বিষয়ক আমার এই ব্লগ এখানে আমি নতুনদের জন্যই লিখে যাবো প্রযুক্তি বিষয়ক টিপস. ট্রিক্স. বিভিন্ন টিউটোরিয়াল ইত্যাদি শুধু প্রযুক্তি বিষয় নিয়ে লিখব তানা. সমাজের এবং সাধারণ মানুষের উপকারে আসে এমন কিছু নিয়েও লিখতে চেষ্টা করবো। ইনশাআল্লাহ শুধু চাই আপনাদের দোয়া সহযোগিতা আর একটু ভালোবাসা ধন্যবাদ

Post a Comment

ভাই ব্লগারের অন্যতম বিষয় বস্তু হলো ভাষা সিলেক্টকরা। আপনি বাংলা ভাষায় ব্লগিং করেন কিন্তু আপনার ব্লগের ভাষা ইংরেজি। তাই আপনার ব্লগের ভাষা যদি বাংলা হয় আর আপনি যদি বাংলায় লিখেন তাহলে অবশ্যই আপনার ব্লগ বেশী ভিজিট হতে পারে। আমার ব্লগিং অভজ্ঞতা থেকে বললাম। :)

Pulak Mallik ধন্যবাদ আপনার উপদেশ মুলক মন্তেব্যের জন্য বিষয়টা ভেবে দেখবো ।

বুঝলাম না

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।