2

www.mdlutfor.blogspot.cpm
আমার সম্পর্কে
আমি মোঃ লুৎফর রহমান। নিজের সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই আমার। আমি একজন খেটে খাওয়া মানুষ তিন বেলা খেয়ে পরে বেচে থাকার মতো ছোট খাটো একটা চাকরি করি আর সারাদিন কাজের ফাকে যতটুকু সময় পাই ততটুকু সময়ই তথ্য প্রযুক্তি বিষয়ে নতুন কিছু শিখতে চেষ্টা করি এবং তা পরবর্তীতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। তবে জানিনা আপনাদেরকে কতটুকু শিখাতে পারছি ভবিষ্যতেই বা কতটুকু পারবো। পারিবারিক অসচ্ছলতার কারণে ব্যক্তিগত জীবনে খুব একটা লেখা পড়া করার সুযোগ পাইনি আর শিক্ষাগত যোগ্যতা বলতে যতটুকু অর্জন করেছি তা সবার সামনে বড় মুখ করে বলার মতো না।
আমি অনেক student দের  দিয়েছি কম্পিউটার প্রশিক্ষণ এবং তাদের শিক্ষক হিসেবে সমাজে পেয়েছি নতুন এক পরিচয়। আমার কাছ থেকে প্রশিক্ষণ নেয়া অন্যতম দুজন ব্যক্তির নাম উল্লেখ না করলেই নয়.
আর তারা হলেন :- সাভার আশুলিয়া থানার আউকপাড়া গ্রামের ছালেহিয়া দ্বিনইয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আবদুল জলিল সাহেব।
এবং দ্বিতীয় জন হলেন মোঃ বাবুল আলী যিনি বর্তমানে আশুলিয়া সিটি ইউনিভার্সিটির (Admission and Examcontroller.) হিসেবে দায়িত্ব পালন করছেন।
 আমার স্বপ্ন
ছোট বেলা থেকেই ক্রিকেট খেলার উপর খুবই নেশা ছিল আর সেই সুবাদেই সপ্ন দেখতাম বড় হয়ে একদিন অনেক বড় ক্রিকেটার হবো আর এই স্বপ্নকে বুকে চেপেই খেলতাম ক্রিকেট। ছোট বড় অনেক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম কিছুটা হলেও পেয়েছিলাম দর্শক জনপ্রিয়তা.

www.mdlutfor.blogspot.com
 কিন্তু যখন একটু বড় হলাম আর বাস্তবতার মোখো-মুখি হলাম তখন বুঝতে পারলাম আমার মতো একজন সাধারণ মানুষের এতো বড় স্বপ্ন দেখা মানায় না। তারপর থেকেই একটু একটু করে খেলাধুলার প্রতি আগ্রহ হারাতে থাকি এখন আর খুব একটা খেলাধুলা করা হয়না. তাই বলে কি আমার স্বপ্ন দেখা থেমে গেছে? না স্বপ্ন দেখা থেমে যায়নি স্বপ্ন এখনও দেখি এখন স্বপ্ন দেখি একদিন অনেক বড় ব্লগার হবো জানি এটাও অনেকটাই দুঃস্বপ্নই বটে কেননা একজন জনপ্রিয় ব্লগার হওয়া এতো সহজ না. অনলাইনে এতো দক্ষ এবং জনপ্রিয় ব্লগারদের ভীরে আমর মতো একজন খুদে ব্লগার আপনাদের হৃদয়ে কতটুকু স্থান করে নিতে পারবো জানিনা তবুও চেষ্টা করে যাচ্ছি যদি আপনাদের হৃদয়ে একটুও স্থান করে নিতে পারি তাহলে সেটাই হবে আমার সার্থকতা। এই হলো আমার সম্পর্কে সামান্য কিছু কথা. সাবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন।
                                                    ***********আল্লাহাফেজ**********

Post a Comment

দোয়া করি জিবনে বড় হয়ে দশ ও দেশের উপকার করুন। আমার একটা প্রশ্নের উত্তর দিবেন আপানর ব্লগার টেমপ্লেটা কী ব্লগার এর ডিফল্ট নাকী আপানর তৈরি করা। mahmudh25@gmail.com মেইল করে জানাবেন।

মন্তব্য করার জন্য ধন্যবাদ "হাসান ভাই" না ভাই এটা ব্লগের ডিফল্ট টেমপ্লেট না এটা আমি নিজে এডিট করেছি।

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।