1
সম্মানিত লেখক আপনাকে আমার এই ব্লগে অতিথি লেখক হিসেবে যোগদান করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জানি সবাই নিজের ব্লগ নিয়েই ব্যস্ত তারপরও যদি আপনার গেস্ট পোস্ট করার ইচ্ছে থাকে তাহলে আমার এই ব্লগে পোস্ট করতে পারবেন। তবে এই ব্লগে পোস্ট করতে হলে আপনাকে ছোট্ট দুএকটি শর্ত মেনে লিখতে হবে। চলুন শর্ত গুলো দেখা যাক। যেহেতু ব্লগটা প্রযুক্তি বিষয় নিয়ে।করা তাই সবচেয়ে ভালো হয় যদি প্রযুক্তি বিষয়ে লিখেন। তবে শুধু প্রযুক্তি নিয়েই লিখতে হবে তানা আপনি যেকোনো বিষয় নিয়েই লিখতে পারবেন। শুধু নিম্নে উল্লেখিত বিষয় গুলো ছাড়া। তাহলে চলুন দেখে আসি বিষয় গুলো
 নিসিদ্ধ বিষয় :-

  1.  18+ এই ধরনের কোন পোস্ট কারাযাবেনা
  2.  চটি গল্প পোস্ট করা যাবেনা 
  3.  কোন জাতি গোত্র ধর্মের সাথে সাংঘর্ষিক এমন কোন লেখা পোস্ট করা যাবেনা
  4.  কোনো শ্রেণী পেশার মানুষের মনে আঘাত করে কোনো প্রকার লেখা পোস্ট করা জানবেনা। 
উপরোক্ত বিষয় গুলো বাদে আপনি যেকোনো বিষয় নিয়েই লিখতে পারবেন।
যাদের ব্লগ সমন্ধে ধারনা কম কিন্তু লেখালেখিতে আগ্রহী এবং সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন তারা নিচ থেকে প্রোফাইল তৈরি করার নিয়মটা দেখে নিতে পারেন।
আমার কাছে আপানর আবেদন পত্রটি আসার পর আমি ২৪ ঘন্টার ভিতরে প্রোফাই তৈরির জন্য আমন্ত্রণ জানাবো। নিচের স্টেপ গুলো লক্ষ্য করুন
 আপনার জিমেইলে লগইন করুন এখন দেখুন প্রযুক্তি নিয়ে খেলা। এই ব্লগ থেকে একটি মেইল এসেছে এখন সেই মেইলটি ওপেন করুন এবার Accept invitation এ.ক্লিক করুন নিচের চিত্র দেখুন।

 তারপর যে পেজ আসবে সেখান থেকে সাইন ইন করুন। নিচে চিত্র দেখুন.

 এবার পাসওয়ার্ডের জায়গায় আপনার জিমেইলের পাসওযার্ড লিখুন এবং সাইন ইন করুন নিচের চিত্র দেখুন

 তারপর আমন্ত্রণ স্বীকার করুন এই বাটনে ক্লিক করুন নিচের চিত্র দেখুন

 ব্লগারে অবিরত রাখুন এই বাটনে ক্লিক করুন নিচের চিত্র দেখুন.

 বিঃদ্রঃ আপনি যদি একই জিমেইল দিয়ে গুগল+ এ. একাউন্ট করেন তাহলে ভালো ফলাফল পাবেন। এবার পোস্ট করার পালা নিচের চিত্রের দেখনো স্থানে ক্লিক করুন

এবার যেই পেজটাই আসবে সেখানে থেকে পোস্ট টাইটেল স্থানে আপনার পোস্টের শিরোনাম লিখুন এবং নিচের বড় ফাকা স্থানে আপনার পোষ্ট লিখুন পরিশেষে পাবলিশ বাটনে ক্লিক করুন. নিচের চিত্র দেখুন

 প্রতিবার যেভাবে লগইন করবেন। আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন WWW.blogger.com নিচের চিত্র দেখুন।

 তারপর নিচের চিত্রের মতো একটা পেজ আসবে। এখানে আপনার সেই জিমেইল পাসওয়ার্ড টাইপ করে লগইন করুন।
 আশাকরি বোঝতে কোন সমস্যা হবেনা আর যদি কোন প্রকার সমস্যা তাহলে কমেন্টএর মাধ্যমে জানাবেন ।আমি সমাধান দেবার চেস্টা করবো ধন্যবাদ।

Post a Comment

আপনার ওয়েবসাইটের জন্য যদি কোন এনড্রয়েড এপ প্রয়োজন হয় তাহলে জানাবেন। contact@bloggingnseo.xyz এই ঠিকানায় ইমেইল করতে পারেন। ফ্রিতে তৈরি করে দেয়া হবে। আর হ্যা, আমি গেস্ট পোস্ট করতেও আগ্রহী, নিয়ম মেনেই।

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।