0
আজ থেকেই হয়ে যান লোগো ডিজাইনার!

আপনি ফটোশপের কাজ জানেনা? কোন সমস্যা নেই। জীবনে কখনো লোগো ডিজাইন করেননি অথবা লোগো ডিজাইন সম্পর্কে কোন আইডিয়া নেই? এটাও কোন ব্যপার না। আপনি যদি কম্পিউটার চালাতে পারেন আর কিবোর্ড দিয়ে দুএকটা অক্ষর টাইপ করতে পারেন তাহলেই আমি বলবো আপনিই পারবেন লোগো ডিজাইন করতে

আজকে আপনাদেরকে আমি যে সফটওয়্যারটি উপহার দিতে যাচ্ছি 
তাতে রয়েছে অসংখ্য টেমপ্লেট আর এই সব টেমপ্লেট গুলোতে ক্লিক করে এডিট করলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত লোগোটি। এই সফটওয়্যারটি ব্যবহার করা খুবই সহজ তাই সফটওয়্যার ব্যবহার করা নিয়ে আর বিস্তারিত লিখলাম না ডাউনলোড লিংক পোস্টের শেষে একদম নিচে দেয়া আছে আশাকরি ডাউনলোড করে ইন্সটল করলে আপনি নিজেই সব বোঝাতে পারবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ

ডাউনলোড করার পদ্ধতি

 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের ডাউন-লোড করতে সমস্যা হলে Mozilla/ chrome ব্রাউজার ব্যবহার করুন ।


Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।