0
আপনার হাতের পেন-ড্রাইভ টিকে পোর্টেবল RAM হিসাবে ব্যবহার করুন।
আমার আজকের পোস্টটি বিশেষ করে তাদের কাজে আসবে যাদের কম্পিউটারে 1GB বা তারচেয়েও কম গতি সম্পূর্ণ RAM ব্যবহার করছে তাদের।

www.mdlutfor.blogspot.com

আমরা জানি বর্তমানে যারা  এনড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল ব্যবহার করছে তারা তাদের মোবাইলটিকে রুট করে খুব সহজেই তারা তাদের মোবাইলে ব্যবহৃত SD কার্ডকে পোর্টেবল RAM হিসেবে ব্যবহার করতে পারে। যাহোক আজকে যেহেতু আমার টিউনে বিষয় এনড্রয়েড নিয়ে নয় সেহেতু এনড্রয়েড নিয়ে আলোচনা দীর্ঘ করতে চাইনা। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের ব্যবহৃত USB পেন-ড্রাইভ ফ্ল্যাশ ড্রাইভটিকে পোর্টেবল RAM হিসেবে ব্যবহার করবেন। তাহলে চলুন কাজ শুরু করি।

কিভাবে করবেন?

প্রথমেই আপনার কম্পিউটারের USB পোর্টে আপনার পেন ড্রাইভটি প্রবেশ করান।
  • এবার my computer. ওপেন করুন তারপর আপনার Removable Disk ওপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করুন।
  • তারপর আপনার সামনে হাজির হওয়া উইন্ডো থেকে Ready Boost এ ক্লিক করুন।
  • তারপর Use this device সিলেক্ট করুন।
  • এবার space to reserve for system speed : এর ভ্যালা বারিয়ে দিন আপনার প্রয়োজন মতো এবং সব শেষে Apply / ok করে বেরিয়ে আসুন। পুরো বিষয়টা নিচের চিত্রের মতো হবে।

    www.mdlutfor.blogspot.com

তাহলে বন্ধুরা এখন থেকে আপনার হাতে পেন-ড্রাইভটিকে পোর্টেবল RAM হিসেবে ব্যবহার করুন

বিঃদ্রঃ

যদিও এই পদ্ধতি ব্যবহার করে অরিজিনাল RAM এর সমান স্পিড পাওয়া যায়না তবে কিছুটা হলেও পরিস্থিতির উন্নতি হবে।
আজ আর না দেখা হবে পরবর্তী টিউনে আল্লাহ হাফেজ

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।