0
কম্পিউটারের ড্রাইভ আইকন পরিবর্তন করে নিজের তৈরি করা আইকন ব্যবহার করুন!
সবাই কেমন আছেন আশাকরি নিশ্চয়ই ভালো। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালোই আছি।
আজকে যেই বিষয়টি নিয়ে টিউন করতে যাচ্ছি তা হয়তো শিরোনাম দেখেই বোঝাতে পেরেছেন।  হ্যাঁ বন্ধুরা আজকে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ কম্পিউটারের হার্ডডিস্কের ড্রাইভ আইকন পরিবর্তন করা যায়।
নিচের চিত্রটি দেখুন এখানে আমি আমার কম্পিউটারের ড্রাইভ আইকন পরিবর্তন করেছি নিচের চিত্র দেখুন।
www.mdlutfor.blogspot.com


আমার মতো আপনিও পারবেন আপনার কম্পিউটারের ড্রাইভ আইকন পরিবর্তন করতে, আর এজন্য আপনাকে যে কাজটি করতে হবে তা হলো। আমার তৈরি করা ভিডিও টিউটোরিয়ালটি দেখতে হবে উক্ত ভিডিও টিউটোরিয়ালটি দেখলে  আপনিও সম্পূর্ণ নির্ভুলভাবে আপনার কম্পিউটারের ড্রাইভ আইকন পরিবর্তন করতে পারবেন তাহলে দেরী না করে দেখুন টিউটোরিয়ালটি।

ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবসক্রাইব করে রাখতে পারেন।
আর আপনি টিউটোরিয়ালটি দেখার পর যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি উক্ত কাজটি করবেন তাহলে আপনার অবশ্যই একটি icon plugin এর প্রয়োজন পরবে। আর তাই উক্ত icon plugin টি নিচ থেকে ডাউনলোড করে নিন।
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লহাফেজ

ডাউনলোড করার নিয়ম

 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের ডাউন-লোড করতে সমস্যা হলে Mozilla অথবা chrome ব্রাউজার ব্যবহার করুন ।
http://adf.ly/1IILhA

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।