2
ইমেজের কোয়ালিটি ঠিক রেখে ইমেজের সাইজ কমিয়ে নিন!
সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।
আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হোলো, কিভাবে একটি ইমেজের কোয়ালিটি ঠিক রেখে তারা সাইজ কমিয়ে আনা যায়।

আসুন প্রথমেই বুঝাতে চেষ্টা করি ইমেজের সাইজ কমানোর প্রয়োজন কেন?

www.mdlutfor.blogspot.com

আমরা যারা অনলাইনে ওয়েবসাইট নিয়ে কাজ করি অর্থাৎ ব্লগিং করি তাদের বিভিন্ন ধরনের আর্টিকেল লিখতে হয়। আর উক্ত আর্টিকেল লেখার সময় আর্টিকেল টিকে প্রাণবন্ত করার জন্য তার সাথে প্রাসঙ্গিক ইমেজ আমাদের ব্যবহার করতে হয়, আর উক্ত ইমেজের সাইজ যদি একটু বেশি হয় তাহলে সাইট লোড হতে অনেক সময় নেয় যার ফলে ভিজিটর বিরক্ত হওয়ার সম্ভাবনা থাকে।
আর তাই একজন ব্লগারকে অবশ্যই তার সাইটের লোডিং স্পীডের কথা ভাবতে হবে।
তাহলে চলুন দেখা যাক কিভাবে ইমেজের কোয়ালিটি ঠিক রেখে সুন্দর ভাবে সাইজ কমিয়ে আনা জায় প্রথমে এখানে ক্লিক করুন এবার দেখুন নতুন একটি পেজ এসে হাজির হবে আপনার সামনে ঠিক নিচের চিত্রের মতো নিচের চিত্র দেখুন।
www.mdlutfor.blogspot.com

  1. এবার লক্ষ্য করুন উপরের চিত্রে দেখানো ১নম্বর স্থানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ইমেজটি আপলোড করুন।
  2. এবং ২নম্বর স্থানে ক্লিক করে কমপ্রেস করুন ।
  3. পরিশেষে ৩নম্বর স্থানে ক্লিক করে ডাউন-লোড করুন।
 এবার উক্ত ইমেজটি আপনি আপনার ব্লগে শেয়ার করুন আশাকরি বুঝতে কোথাও সমস্যা হবার কথা না তবুও কোনো প্রকার প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আমি আমার সাধ্য মতো উত্তর দেবার চেষ্টা করবো ইনশাআল্লহ
আর হ্যাঁ এখন থেকে এই ব্লগে ফেসবুকের মাধ্যমে কমেন্ট করতে পারবেন।
আজ আর না দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহাফেজ

Post a Comment

খুবই কাজের এবং দরকারি একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করার জন্য আপনাকেউ ধন্যবাদ।

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।