2
আগামীকাল ৩০ মে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি ও সমমান এরপরিক্ষার ফলাফল -2015
www.mdlutfor.blogspot.com

গত 18 নভেম্বর 2014 মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-2015’র সময়সূচি অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয় । 28 অক্টোবর 2014 মঙ্গলবার ঘোষিত খসড়া সময়সূচি অনুসারেই সম্মতিক্রমে ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা বিভিন্ন কারণে পেছানো হয়।
এস এস সি এবং সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 30মে 2015, এটা নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
এই বছর ৩,০৫৪টি কেন্দ্রে মোট ১৫,৪৩,৮৩৮ জন শিক্ষার্থি অংশ গ্রহণ করেছিলেন। বাংলাদেশ শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী সর্বশেষ লিখিত পরীক্ষা হতে ২মাস.  অর্থৎ ৬০দিন সময়ের মধ্যে এস এস সি এবং সমমানের পরীক্ষার ফলাফল
প্রকাশিত হবে। এখন ডিজিটাল বাংলাদেশ আর তাই ঘরে বসেই পেয়ে যাবেন পরীক্ষার ফলাফল।
মোবাইলে এস.এম.এস এর মাধমে ফলাফল জানতে পারবেন।

SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ

প্রথমেই লিখুন SSC, তারপর লিখুন আপনার বোর্ড, তারপর লিখুন আপনার রোলনং, তারপর লিখুন সন এবার পাঠিয়ে দিন 16222. এই নম্বরে

উদাহরণঃ

SSC Dhaka 123456 2015 and send SMS 16222

SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ

প্রথমেই লিখুন দাখিল, তারপর লিখুন আপনার বোর্ড, তারপর লিখুন আপনার রোলনং, তারপর লিখুন সন এবার পাঠিয়ে দিন 16222. এই নম্বরে

উদাহরণঃ

Dakhil MAD 123456 2015 and send SMS 16222

এসএসসি ভোকেশনালের জন্যঃ

প্রথমেই লিখুন SSC, তারপর লিখুন আপনার বোর্ড, তারপর লিখুন আপনার রোলনং, তারপর লিখুন সন এবার পাঠিয়ে দিন 16222. এই নম্বরে

উদাহরণঃ

SSC Tec 123456 2015 and send SMS 16222
পরিক্ষার্থীরা ইন্টানেট এর মাধ্যমে ফলাফল জানতে পারবে তার জন্য শিক্ষার্থী সরাসরি শিক্ষাবোর্ডের নিজেস্ব ওয়েব সাইট থেকে তার কাক্ষিত ফলাফল পাবে। এখানে ক্লিক করুন
Android ফোন থেকে ও ফলাফল পাওয়া যাবে শিক্ষার্থী তার নিজেস্ব Android ফোন থেকে
সরাসরি ইন্টানেটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন এ জন্য তাকে একটি Android এপস ডাউনলোড
করতে হবে। একদম নিচে এনড্রয়েড এপস এর ডাউনলোড লিংক দেয়া আছে. ডাউনলো করার আগে ডাউনলো করার নিয়মাটা দেখে নিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে কথা হবে পরবর্তী টিউনে আল্লাহাফেজ

ডাউনলোড করার নিয়ম

 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের ডাউন-লোড করতে সমস্যা হলে Mozilla অথবা chrome ব্রাউজার ব্যবহার করুন ।


http://adf.ly/1HzT3D

Post a Comment

ভাই আপনার সাইট টি অনেক ভাল লাগলো। কিন্তু কমেন্ট ট্যাব টা কাজ করছে না। সমস্যা টা একটু দেখুন। আমার ব্লগ http://www.pcbdtech.net

Pulak Mallik ভাই মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হ্যা আমি ফেসবুক আর ব্লগার দুটো কমেন্ট সিস্টেম এক সাথে ব্যবহার করছি যার ফলে মোবাইল দিয়ে কমেন্ট করতে গেলে একটু সমস্যা হয় তবে Mozilla অথবা chrome ব্রাউজার ব্যবহার করলে খুব একটা সমস্যা হয় না তবুও আমি সমস্যাটি সমাধান করার চেস্টা করছি ধন্যবাদ সাথে থাকার জন্য ।

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।