কম্পিউটার ছোট হতে হতে হাতের তালুতে চলে এসেছে।
নেক্সট থিং করপোরেশন স্মার্ট কার্ডের আকৃতির ছোট আকারের কম্পিউটার তৈরি করেছে। এর নাম দিয়েছে চিপস (CHIPS)। ছোট এই কম্পিউটারটিতে ভিজিএ কিংবা এইচডিএমআই অ্যাডাপ্টর দিয়ে বড় মনিটর লাগানো যাবে। এটিতে কিবোড, মাউস, অডিও জ্যাক এবং পেনড্রাইভের মতো অনেক কিছুই সংযোজন করা যায়। নেক্সট থিং এর চিপস আরেক মাইক্রো কম্পিউটার রাস্পবেরি পাই ২ এর চেয়েও ছোট। এটিতে ওয়াইফাই, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে। এতে আছে ১ গিগাহার্টজের প্রসেসর, ৫১২ মেগা র্যাম, ৪ জিবি মেমোরি স্টোরেজ। এটি মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স চালিত। এ বছরের শেষের দিকে এটি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে নেক্সট থিং করপোরেশন। বাণিজ্যিকভাবে ছোট আকারের কম্পিউটার চিপস তৈরির জন্য কোম্পানিটি কিকস্ট্যার্টার ক্যাম্পেইনের মাধ্যমে অর্থ সংগ্রহের কাজ শুরু করেছে। এর জন্য ৫০ হাজার ডলার সংগ্রহরে পরিকল্পনা থাকলেও ইতিমত্যে তারা দুই লাখ ডলার সংগ্রহ করে ফেলেছে। এ কম্পিউটারের শুধু সিপিউ কিনলে পাবেন মাত্র ৯ ডলার বা ৭০০ টাকায়। আর এর সঙ্গে চাইলে ১৯ ডলারের একটি VGA অ্যাডাপ্টর এবং ২৪ ডলারে একটি HDMI অ্যাডাপটর কিনতে পারেন। তাহলে যেকোনো মনিটরে বা টিভিতে সংযোগ দিয়ে বিগ স্ক্রিনে কাজ করতে পারবেন। এছাড়া ৩০০০ mAH ব্যাটারি, ৪.৩ ইঞ্চি ৪৭০x২৭২px একটি স্ক্রিন, ফুল সুপার ক্লিকি কোয়ের্কি কিবোর্ডসহ কিনতে চাইলে খরচ পড়বে মাত্র ৪৯ ডলার বা প্রায় চার হাজার টাকা মাত্র!
সৌজন্যে: বাংলামেইল
আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
*আল্লাহাফেজ*
আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
*আল্লাহাফেজ*
Post a Comment
2 comments
আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে।
স্বপ্ন নয় সত্যি একটু অপেক্ষা করুন।
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।