0
ব্লগ সাইটে ভিজিটর বাড়াতে হলে আপনাকে যে বিষয় গুলোর প্রতি অধিক লক্ষ্য দেয়া প্রয়োজন।

www.mdlutfor.blogspot.com

হু আপনি যেহেতু আপনি এই পোস্টটি পড়ছেন তাহলে নিশ্চয়ই আপনি একজন ব্লগ সাইটের মালিক?
আর আপনি যদি একটি ব্লগ পরিচালনা করে থাকেন তাহলে আপনি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বর্তমানে সাইটে ভিজিটর আনা কতটা কঠিন।
আসলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি ব্লগে ভিজিটর আনাটা কঠিন কাজ নয় কঠিন হচ্ছে ভিজিটর ধরে রাখ।
যেমন ধরুন আপনি আপনার ব্লগে একজন ভিজিটর আনলেন কিন্তু সেই ভিজিটর এসে যদি আপনার ব্লগের বেহাল দশা দেখে যায়, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বার ঐ ভিজিটর আর আপনার ব্লগে আসতে চাইবে না। আর তাই একজন ব্লগারকে তার ভিজিটরদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে যে কত কিছুর প্রতি লক্ষ্য রাখতে হয় তা একজন ব্লগারই বলতে পারবে।
তো যাহোক অনেক কথাই বললাম এবার মুল বিষয় নিয়ে আলোচনা করতে চাই।

আজকের আলোচ্য বিষয় হচ্ছে ব্লগ সাইটের লোডিং স্পিড

লোডিং স্পিড একটি গুরুত্ব পূর্ণ বিষয় কেননা একজন ভিজিটর যখন আপনার ব্লগ ভিজিট করবে তখন যদি আপনার ব্লগটি লোড হতে অনেক সময় নেয় তাহলে উক্ত ভিজিটরের বিরক্তিকর অনুভূতি হতে পারে। যার ফলে আপনি হারাতে পারেন আপনার কাঙ্ক্ষিত ভিজিটর। তাই ব্লগে এমন টেম্পলেট ব্যবহার করুন যে টেম্পলেট গুলো লোড হতে সময় কম ব্যয় করে। এ ক্ষেত্রে আপনি যেই টেমপ্লেটটি ব্যবহার করতে চাচ্ছেন অথবা বর্তমানে যে টেম্পলেট ব্যবহার করছেন তার লোডিং স্পিড কেমন তা চেক করে নিন লোডিং স্পিড চেক করতে এখানে ক্লিক করুন। এবার আপনার সামনে একটি নতুন পেজ আসবে সেখানে Enter a web page URL এর ফাকা বক্সে আপনার সাইটের URL দিয়ে ANALYZE ক্লিক করুন। নিচের চিত্র দেখুন

www.mdlutfor.blogspot.com


এবার উপরের চিত্রের মতো আপনিও পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল। এখানে যদি আপনার সাইটের লোডিং স্পিড কম থাকে তাহলে কেন কম? তা গুগল আপনাকে যাননি দিবে।
আপনি শুধু তাদের ইন্সট্রাকশন গুলো ফলো করবেন।

আপনার সাইটটিকে অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে

হ্যাঁ বর্তমানে প্রায় ৭০% এর বেশি ইন্টারনেট ইউজার মোবাইল দিয়ে নেট ব্রাউজ করে থাকে তাই আপনার সাইটটি মোবাইল ফ্রেন্ডলি হওয়া অতবি জরুরি।
আপনার সাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা তা চেক করতে এখানে ক্লিক করুন. এবার আগের দেখানো পদ্ধতি ব্যবহার করে দেখেননি আপনার সাইট মোবাইল ফ্রেন্ডলি কিনা
www.mdlutfor.blogspot.com
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
                                                                           *আল্লহাফেজ*

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।