HTML লাইন ব্রেক-আপ
এইচটি এমএল লাইন ব্রেক-আপ (<br/>) ট্যাগ ব্যবহার করে লেখার লাইন গুলোকে নিচে সজ্জিত করতে হয়। সাধারণত আমরা মাইক্রোসফট ওয়ার্ড এ নিচে যাওয়ার জন্য Enter ব্যবহার করি। ঠিক তেমনি এইচটিএমএল এ নিচে যাওয়ার জন্য লাইন ব্রেক-আপ ট্যাগ ব্যবহার করতে হয়।
উদাহরণঃ
নিচের কোড গুলো নোটপ্যাড এ লিখুন:<html>
<head>
<title> www.mdlutfor.blogspot.com </title>
</head>
<body>
Whenever you feel the lack, lack, failure and frustration for a moment,
close your eyes to come to mind! Try to imagine the lives of those people
who think that you are more than muskila! And you will think
less of themselves a lot of trouble!
Thank God, he thought, and you have the power to decide!
Tagurutbapurna the decision as having a field day with full energy. Win or Aaron Persist
</body>
</html>
এবার কোড গুলো index.html নামে সেভ করুন। এবং সেভ করা ফাইলটি ওপেন করুন।নিচের চিত্র দেখুন
উপরের চিত্র দেখুন লাইন গুলো নিচে নিচে লেখা সত্ত্বেও নিচে নিচে সজ্জিত হয়নি।
এবার নিচের কোড গুলো নোটপ্যাড এ লিখুন:
<html>
<head>
<title> www.mdlutfor.blogspot.com </title>
</head>
<body>
Whenever you feel the lack, lack, failure and frustration for a moment, <br/>
close your eyes to come to mind! Try to imagine the lives of those people who think that you are more <br/>than muskila! And you will think less of themselves a lot of trouble! <br/>
Thank God, he thought, and you have the power to decide! <br/>
Tagurutbapurna the decision as having a field day with full energy. Win or Aaron Persist <br/>
</body>
</html>
এবার কোড গুলো index.html নামে সেভ করুন। এবং সেভ করা ফাইলটি ওপেন করুন।নিচের চিত্র দেখুন
এবার দেখুন লাইন গুলো কি চমৎকার ভাবে নিচে নিচে সজ্জিত হয়েছে।
আশাকরি পুরো বিষয়টা বোঝতে পেরেছেন আর কোথাও বোঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমত চেষ্টা করবো সমাধান দেবার। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
******আল্লাহাফেজ*****
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।