0

www.mdlutfor.blogspot.com
নাওয়া খাওয়া ছেড়ে দিলো ভারতীয় টিম
গতকাল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে ৭৯ রানের বড় ব্যবধানে হেরে যায় ভারত। এই হারের পর নৈশভোজ না সেরেই ভারতীয় টিম স্টেডিয়াম ত্যাগ করেছে বলে জানা গেছে। যদিও নৈশভোজের সবরকম ব্যবস্থাই করা ছিলো স্টেডিয়ামে।
এমনকি হোটেলে ফিরেও তারা অভুক্ত থেকে গেছেন বলে জানা গেছে বিভিন্ন সূত্রে। বাংলাদেশের কাছে হারার পর এতটাই হতাশ হয়ে পরেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম।
অন্যদিকে মাহেন্দ্র সিং ধোনির মোস্তাফিজুরকে ধাক্কা মেরে ফেলে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া গুলোতে বইছে সমালোচনার ঝড়।
গতকাল অভিষেক ম্যাচই পাঁচ উইকেট শিকারি মোস্তাফিজকে সজোরে ধাক্কা মারেন ধোনি ২৫ তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নেয়ার সময় মাহেন্দ্র সিং ধোনি মোস্তাফিজকে সজোরে ধাক্কা মারেন। এসময় ক্রিজের বাইরে ছিটকে পরেন মোস্তাফিজুর ফলে মোস্তাফিজুরকে কিছু সময়ের জন্য মাঠ ছাড়তে হয়।
যদিও তিনি কিছু সময় বিশ্রাম নিয়ে আবার খেলায় ফিরে এসেছিলেন তবুও সমালোচকদের কাছ থেকে আড়াল করা গেলোনা মাহেন্দ্র সিং ধোনি কে।
এনিয়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন পত্র পত্রিকায় বইছে সমালোচনার ঝড়, কেউ কেউ বলছেন ধোনি মতো খেলোয়াড়ের কাছ থেকে এমন অভদ্র আচরণ আশা করা যায়না, আবার কেউ বলছেন অবশিষ্ট শ্রদ্ধার জায়গা টুকুও হারালেন মাহেন্দ্র সিং ধোনি কেউ আবার বলছেন এইরকম একটি অভদ্র আচরণের জন্য আইসিসির কাছে শাস্তি দাবি করা উচিত।
একদিকে মোস্তাফিজকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া আবার অন্যদিকে রাতে নৈশভোজ না করে স্টেডিয়াম ত্যাগ করা একদিনেই দুই দুটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো ধোনি সহ পুরো ইন্ডিয়ান ক্রিকেট টিম

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।