৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে র্যাঙ্কিংয়ের আটে। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পাকিস্তান।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৬। ৯৫ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে আছে ইংল্যান্ড।
২-১ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩। তবে এই ফলটা উল্টো হলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। অর্থাৎ, বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে উঠে যাবে সাত নম্বরে।
তবে ৩-০ ব্যবধানে হারলে ৮৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেমে যাবে পাকিস্তানের নিচে নয় নম্বরে।
ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৭ সালের ১ থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে পারলে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলবে বাংলাদেশের।
লড়াইটা তাই মূলত র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের। এই বছরের সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের আর ওয়ানডে নেই। লড়াইয়ে তাই তারা এখন কেবলই দর্শক। ক্যারিবিয়ানদের ভাগ্য নির্ভর করছে অন্যদের ওপর।
ভারতের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ ওয়ানডে খেলবে র্যাঙ্কিংয়ের চারে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে। এই সিরিজগুলোই নির্ধারণ করবে তিন দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য।
ভারতের জন্য এই সিরিজের জয়-হারে র্যাঙ্কিংয়ে কোনো নড়চড় হবে না। ১১৭ পয়েন্ট নিয়ে এখন দুই নম্বরে আছে ভারত; শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ১২ পয়েন্টে। ৩-০ ব্যবধানে জিতলে ব্যবধানটি ১০-এ কমিয়ে আনতে পারবে ভারত। ২-১ ব্যবধানে জিতলে পয়েন্ট থাকবে এখনকারই মতোই ১১৭।
ভারত ৩-০ ব্যবধানে হারলেও পয়েন্ট হবে নিউজিল্যান্ডের সমান ১১৫, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েই থাকবে ভারত
আজ আর না দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহাফেজ
পোস্টটি এখান থেকে নেয়া
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।