0

www.mdlutfor.blogspot.com
এখন থেকে যেকোনো ব্যক্তির ফোন কল রেকর্ড করুন!
ফোন কল রেকর্ড করার একটি অসাধারণ এনড্রয়েড অ্যাপ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের অনেক সময় ছোট ভাই, বোন, অথবা ছেলে মেয়ের উপর নজর দাড়ি করার প্রয়োজন পরে যেমন ধরুন, তারা কেমন বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করছে, কোথায় যাচ্ছে কি? করছে ইত্যাদি বিষয় গুলো একজন অভিভাবক হিসেবে আপনার জানা একান্ত প্রয়োজন।
যেমন আপনি আপনার পরিবারের সদস্যদের মধ্যে কারো গতিবিধি আপনার কাছে সন্দেহ মুলক মনে হচ্ছে কিন্তু কি? করবেন বুঝেতে পারছেননা চিন্তার কোন কারণেই প্রযুক্তি নিয়ে খেলা আছে আপনাদের পাশে। যাহোক আপনি খুব সহজেই ঐ ব্যক্তিকে ধরতে পারবেন যদি আপনি তার ফোন কল রেকর্ড করতে পারেন। আর এই কাজটি করতে আপনাকে দারুণ ভাবে সহযোগিতা করবে আমার দেয়া এই অ্যাপটি, অ্যাপটির ডাউন-লোড লিংক সবার নিচে দেয়া আছে ওখান থেকে ডাউন-লোড করে নিবেন। আসুন তার আগে যেনে নেই বিশেষ কি? আছে এই অ্যাপ টিতে এই অ্যাপটির অন্যতম বড় সুবিধা হলো এটা আইকন হাইড কৃত অবস্থায় থাকে যার ফলে ব্যবহার কারি নিজেও বুঝতে পারেনা যে তারা মোবাইলে এতো বড় একটি গোয়েন্দা সেট করা আছে।  দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এটি খুব অল্প যায়গায় দখল করে এবং রেকর্ড কৃত অডিও গুলো খুবই অল্প যায়গায় ব্যয় করে যেমন প্রতি ১মিনিট ১০০ কেবির মত ব্যয় করে।

এবার চলুন জেনে নেয়া যাক অ্যাপটির ব্যবহার বিধি

প্রথমেই অ্যাপটি ডাউন-লোড করে ইন্সটল করুন তারপর ওপেন করুন এবার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন নিচের চিত্র দেখুন।
এবার দেখুন বেশকিছু অপশন এসেছে এখান থেকে সেটিংসে ক্লিক করুন এবং নিচের চিত্রের মত সেটিং করুন।


সবকিছু-ইতো করলেন এখন প্রশ্ন হচ্ছে যেহেতু অ্যাপ টির আইকন হাইড অবস্থায় থাকে তাহলে পরবর্তীতে অ্যাপটি ওপেন করবেন কিভাবে? চিন্তার কোন কাড়ন নেই বলছি প্রতিবার অ্যাপটি ওপেন করতে *888* ডায়াল করলেই অ্যাপটি ওপেন হয়ে যাবে।
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।


                                                          ******আল্লাহাফেজ*****
 

ডাউনলোড করার নিয়ম

 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের ডাউন-লোড করতে সমস্যা হলে Mozilla অথবা chrome ব্রাউজার ব্যবহার করুন । 
http://adf.ly/1Jpa6w

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।