বন্ধুরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম এইচটিএমএল এট্রিবিউট নিয়ে। আজকে আলোচনা করবো কিভাবে এই এট্রিবিউট ট্যাগ কে (Modify) করে ট্যাগের ক্ষমতা বৃদ্ধি করা যায় ।
যখন HTML দিয় একটি টেম্পলেট তৈরি করা হয় তখন সেই টেম্পলেটকে একটু স্টাইলিশ করে তুলতে এই এইচটিএমএল ট্যাগকে modify করে ট্যাগের ক্ষমতা বৃদ্ধি করা হয়। এট্রিবিউট এর কাজ অনেকটা সিএসএস এর মত হয়ে থাকে ।
উদাহরণ হিসেবে নিচের কোড টুকু নোটপ্যাড এ লিখুন ।
<html>
<head>
<title> www.mdlutfor.blogspot.com </title>
</head>
<body bgcolor="black">
<font size="3" Face="New Time Roman" Color="red">
I really like technology in the blog and this blog
would like to link moving between.
www.mdlutfor.blogspot.com
</font>
</body>
</html>
এবার index.html নামে ফাইলটি save করুন এখন html ফাইলটি একটি ওয়েব ব্রাউজারে ওপেন করলে নিচের মতো দেখা যাবে।
ব্যাখ্যা:
<body bgcolor="black"> এই কোড টুকু ব্রাউজারকে বেক-গ্রাউন্ড কালার কে ব্ল্যাক করার জন্য নির্দেশ করছে ।
এবং <font size="3" Face="New Time Roman" Color="red"> এই কোড টুকু লেখার সাইজ এবং কালার পরিবর্তন করার জন্য নির্দেশ করছে।
আশাকরি পুরো বিষয়টা বোঝতে পেরেছেন আর কোথাও বোঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমত চেষ্টা করবো সমাধান দেবার।
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
এবং <font size="3" Face="New Time Roman" Color="red"> এই কোড টুকু লেখার সাইজ এবং কালার পরিবর্তন করার জন্য নির্দেশ করছে।
আশাকরি পুরো বিষয়টা বোঝতে পেরেছেন আর কোথাও বোঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমত চেষ্টা করবো সমাধান দেবার।
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
******আল্লাহাফেজ*****
Post a Comment
1 comments:
কাজের পোস্ট
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।