আসন্ন ঢাক-চট্রগ্রাম সিটি নির্বাচন এ এসএমএসের মাধ্যমে আপনার ভোট কেন্দ্রের তথ্য জানুন আমার অনেকেই আছি যারা ঢাকার ভোটার কিন্তু আমারা অনেকেই জানিনা আমরা আমাদের ভোট কোথায় গিয়ে দিবো অর্থাৎ কেন্দ্রের নাম সিরিয়াল নম্বর জানা থাকেনা, নানা ব্যস্ততার কাড়নে এগুলো জানাও হয়ে উঠেনা ফলে ভোট দেবার সময় পরতে হয় ভোগান্তিতে আর তাই এবার খুব সহজেই আপনি আপনার ভোট কেন্দ্রের তথ্য যানতে পারবেন ছোট্ট একটি এসএমএসের (SMS) এর মাধ্যমে।
অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও জানতে পারবেন এসব তথ্য- ( ec.org.bd, nidw.gov.bd) এছাড়া হেল্প লাইন নম্বর থেকেও সহযোগিতা পেতে পারেন' ০৩৫৯০১২৩৪৫৬।
তাহলে এবার ঘরে বসেই জেনে নিন আপনার ভোট কেন্দ্রের সকল তথ্য আর ভোট দিন আপনার পছন্দের ব্যক্তিকে ধন্যবাদ।
কিভাবেজানবেন:
যাদের ন্যাশনাল আইডি নাম্বার ১৩ ডিজিটের-
"PC Space তারপর চার ডিজিটের জন্ম সাল (অবশ্যই ভোটার আইডি কার্ডে ব্যবহৃত জন্ম সাল) এবং সাথে জাতীয় পরিচয়পত্র নম্বর" তারপর পর পাঠিয়ে দিন ১৬১০৩ (16103) নাম্বারে।যাদের ন্যাশনাল আইডি নাম্বার ১৭ ডিজিটের !
"PC Space জাতীয় পরিচয়পত্র নম্বর" এর পর পাঠিয়ে দিন ১৬১০৩ (16103) এই নাম্বারে।যারা এখনও নতুন অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড এখনো হাতে পাননি, কিন্তু পে স্লিপ আছে.
"PC Space ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর [Space] এরপর দিন-মাস-বছর (হাইফেন সহকারে) ঠিক এই ফরমেটে" তারপর পাঠিয়ে দিন ১৬১০৩ (16103) নাম্বারে।অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেও জানতে পারবেন এসব তথ্য- ( ec.org.bd, nidw.gov.bd) এছাড়া হেল্প লাইন নম্বর থেকেও সহযোগিতা পেতে পারেন' ০৩৫৯০১২৩৪৫৬।
তাহলে এবার ঘরে বসেই জেনে নিন আপনার ভোট কেন্দ্রের সকল তথ্য আর ভোট দিন আপনার পছন্দের ব্যক্তিকে ধন্যবাদ।
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।