0

কেমন হবে যদি আপনার তোলা ছবি গুলো কথা বলতে শুরু করে. এনড্রয়েড ব্যবহার কারীদের জন্য সারাজীবন তো কম্পিউটারে crazy talk সফটওয়্যার ব্যবহার করে উক্ত কাজটি করেছেন এবার দেখুনতো এনড্রয়েড দিয়ে কেমন হয়। হ্যাঁ বন্ধুরা এনড্রয়েড দিয়ে ছবিকে কথা বলানোর জন্য দারুণ একটি সফটওয়্যার সাইজ মাত্র 3.6 MB ডাউন-লোড করুন আর বন্ধুদের চমকে দিন এখনই

ডাউনলোড করার নিয়ম

 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের সমস্যা হলে Mozilla/ chrome ব্রাউজার ব্যবহার করুন 
http://adf.ly/1FkC8j

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।