ফটোশপ টিউটোরিয়ালে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Text এর ভিতরে ছবির ইফেক্ট দেয়া জায় ।
আসলে আমরা ওয়েব ডিজাইন থেকে শুরু করে যেকোনো ধরনের ডিজাইনিং কাজ করার সময় ফটোশপ এর সাহায্য নিয়ে থাকি তাই যারা ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন শেখার চিন্তা ভাবনা করছেন তাদেরকে অবশ্যই ফটোশপের উপর পূর্ণাঙ্গ দক্ষতা অর্জন করতে হবে।
ইতিমধ্যে আমি ওয়েব ডিজাইনের ওপর ধারাবাহিক টিউটোরিয়াল করা শুরু করেছি,
এবং ফটোশপ নিয়েও গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়াল তৈরি করার পরিকল্পনা আছে যদি আপনাদের কাছ থেকে পর্যাপ্ত সারা পাই। যাই-হোক অনেক কথা বলে ফেললাম এবার কাজের কথায় আসি প্রথমেই ফটোশপ সফটওয়্যারটি ওপেন করুন এবং লেখালর ভিতরে যেই ছবির ইফেক্ট দিতে চান সেই ছবিটি ওপেন করুন Horizontal type mask tool সিলেক্ট করে আপনর কাঙ্ক্ষিত লেখাটি টাইপ করুন নিচের চিত্র দেখুন।
ওপরের ১.নম্বর চিত্ররে দেখানো স্থানে রাইট বাটন ক্লিক করে Horizontal type mask tool সিলেক্ট করুন এবং আপনার কাঙ্ক্ষিত লেখাটি টাইপ করুন।
এবার একটি কিবোর্ড থেকে ctrl+N বাটন চেপে একটি নতুন পেজ নিন এবং ২নম্বর স্থানের দেখানো Move tool সিলেক্ট করে আপনার টাইপ করা লেখাটিকে ক্লিক&ড্রাগ পদ্ধতি ব্যবহার করে নতুন পেজে এনে ছেড়ে দিন।
এবার দেখুন আপনার কাঙ্ক্ষিত ছবির ইফেক্ট লেখার ভিতর চলে এসেছে।
আশাকরি পুরো বিষটি বোঝতে পেরেছেন আর না বোঝতে পারলে মন্তব্য করে জানাবেন আমি সমাধান দিবো ইনশাআল্লাহ।
Post a Comment
2 comments
ভাই আপনার ব্লগের ধারা আসলেই আমরা অনেক
উপক্রিত হই .thanks
মন্তব্য করার জন্য ধন্যবাদ সাথেই থাকবেন।
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।