ব্লগে Back to top বাটন যুক্ত করুন প্রিয় ব্লগার বন্ধুরা আপনাদের ব্লগে বেক টু টপ বাটন যুক্ত করে নিন। হু আপনি যেহেতু এই পোস্টটি পড়ছেন তাহলে নিশ্চয়ই আপনি একজন ব্লগার আর যেহেতু আপনি একজন ব্লগার তাহলে আপনি নিশ্চয়ই এটা জানেন যে একটি ব্লগে Back to top বাটনের গুরুত্ব কতটুকু হ্যাঁ এই বাটনটি আপনার ব্লগে অবশ্যই থাকা দরকার, কেননা একজন ভিজিটর যখন আপনার ব্লগ ভিজিট করার সময় scrolling করে নিচের দিকে চলে যাবে তখন এই বাটনটি তাকে উপরে ফিরে আসতে সাহায্য করবে যার ফলে তাকে আর কষ্ট করে scroll করে উপরে আসতে হবেনা শুধু এই বাটনটিতে ক্লিক করলেই তাকে অটোমেটিক উপরে নিয়ে আসবে।
তাহলে চলুন দেখে নেই কিভাবে এটি যুক্ত করবেন.
প্রথমেই আপনার ব্লগে লগ-ইন করুন- এবং Layout এ ক্লিক করুন।
- এবার add A Gadget এ ক্লিক করুন।
- এবার HTML/Java script. সিলেক্ট করুন।
- এবার Title এর ঘর ফাকা রেখে Content এর ঘরে নিচের কোড টুকু কপি পেস্ট করুন।
<script>
jQuery(document).ready(function() {
var offset = 220;
var duration = 500;
jQuery(window).scroll(function() {
if (jQuery(this).scrollTop() > offset) {
jQuery('.back-to-top').fadeIn(duration);
} else {
jQuery('.back-to-top').fadeOut(duration);
}
});
jQuery('.back-to-top').click(function(event) {
event.preventDefault();
jQuery('html, body').animate({scrollTop: 0}, duration);
return false;
})
});
</script>
<style>
div#page {
max-width: 900px;
margin-left: auto;
margin-right: auto;
padding: 20px;
}
.back-to-top {
position: fixed;
bottom: 35px;
right: 10px;
text-decoration: none;
width: 10px;
height: 20px;
background-color: #007ABE;
background-image: url("https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgE4H5TWDbNRZNZdumLK7ZZgHzAnfai21IrNWOKKF6GTqe3hC9UY38EGoj6DoEvu2fi-cZ5SXqWWUhSHSchMyyOI2N5UhPrSi7R8gb0H0AAWrnJcnX-vrcsmSciUPsYomweugeelFlD3oG2/s1600/up.png");
background-repeat: no-repeat;
background-position: 50% 50%;
border-radius: 2px 2px 2px 2px;
font-size: 12px;
padding: 1em;
display: none;
}
.back-to-top:hover {
background-color:#000000;
text-decoration: none;
}
</style>
<a href="#" class="back-to-top" title="Scroll to Top" /></a>
এবার save করে বেরিয়ে আসুন, এবার আপনার ব্লগ ভিজিট করে দেখুন back to top বাটন দেখা যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহাফেজ।
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।