আসসালামু-আলাইকুম কেমন আছেন সবাই আশাকরি ভালোই আছেন। আজকে আপানদের জন্য নিয়ে এসেছি ফটোশপ / ইমেজ রেডি টিউটোরিয়াল, ফটোশপ দিয়ে আমরা দৈনন্দিন অনেক কাজ করে থাকি যেমন লোগো ডিজাইন. বেনার ডিজাইন মোট কথা গ্রাফিক্স ডিজাইনের যেকোনো ধরনের কাজেই আমরা এই ফটোশপকে কাজে লাগিয়ে থাকি, কিন্তু আজকে আপনাদেরকে আমি এই ফটোশপ দিয়ে একটু ভিন্নতার সাদ পাওয়াবো আর তা হলো আজকে আপনাদের আমি ফটোশপ দিয়ে এনিমেশন তৈরি করা শেখাবো। যদিও পদ্ধতিটা অনেক পুরনো যারা ফটোশপ নিয়ে দীর্ঘ দিন যাবত কাজ করছেন তারা জানেন, কিন্তু যারা একে বারেই নতুন ফটোশপ শেখার চেষ্টা করছেন অথবা শিখছেন তাদের কাজে আসবে। যেহেতু নতুনদের শেখাতে এসেছি তাই একেবারে হাতে কলমে শিখতে চাই আর এজন্যই তৈরি করেছি ভিডিও টিউটোরিয়াল আর সিনিয়র ভাই দেরও বলছি যারা এখনো এনিমেশন তৈরি করার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন. তারও এই টিউটোরিয়ালটি দেখতে ভুল করবেননা যেন।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবসক্রাইব করে রাখবেন কেননা ভবিষ্যতে এরচেয়ে আরও ভালো মানের টিউটোরিয়াল উপহার দিবো ইনশাআল্লাহ।
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।