0
শর্টকাট ভাইরাস রিমুভ করুন সফটওয়্যার ছাড়া ইদানীং শর্টকাট ভাইরাসের উৎপাত দিনকে দিন বেরেই চলছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পরছে। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট) VBS কি? কেন?. এসব বিষয় ব্যাখ্যা করতে গেলে আর একটা নতুন টিউন লিখতে হবে, তাই আজকের টিউন বেশি বড় করবো না। আজকে আপনাদের আমি যেই পদ্ধতিটা দেখাবো সেটি ব্যবহার করে মাত্র ৫ মিনিটেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন. তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে লেগে পড়ি। প্রথমেই মাই কম্পিউটারে প্রবেশ করুন এবার C. ড্রাইভ বাদে বাকি অন্য ড্রাইভ গুলোতে প্রবেশ করুন যেমন D. E. F. G. এই ড্রাইভ গুলোর ভিতর এক এক করে প্রবেশ করে কাজটি সম্পূর্ণ করতে হবে। নিচের ধাপ গুলো অনুসরণ করুন যেমন প্রথমেই D.ড্রাইভে প্রবেশ করুন এবার দেখুন একদম উপরের ডান পাশে একটি সার্চ বক্স আছে এবার এই বক্সের ভিতর টাইপ করুন (.link) এবং এন্টার চাপুন এখন একটু অপেক্ষা করুন, এবার দেখুন এই ড্রাইভে অবস্থান রত সকল শর্টকাট ফাইল. ফোল্ডার আপনার সামনে হাজির হয়েছে, পুরো বিষয়টা নিচের চিত্রের মতো হবে।

www.mdlutfor.blogspot.com
এবার Delete করার পালা. কিবোর্ড থেকে Ctrl+A চেপে সব গুলো এক সাথে সিলেক্ট করুন। এবার Shift+delete. চেপে সব গুলো কে এক সাথে delete করুন এ খেত্রে একটি দুটি ফাইল ডিলিট নাও হতে পারে তাতে কোন সমস্যা নেই। ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটি ড্রাইভ ক্লিন করুন।
এবার একটি ভালো মানের, windows xp2 অথবা windows 7/8 সেটআপ দিয়ে নিশ্চিন্তে কম্পিউটার ব্যবহার করুন

আর কিভাবে পেন-ড্রাইভের মাধ্যমে XP সেটআপ করবেন তা শিখতে এই টিউনটি দেখতে পারেন। 

পরিশেষে টিউনটি থেকে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছোট্ট একটি মন্তব্যই আমার টিউন লেখার অনুপ্রেরণা জাগায় ধন্যবাদ।


Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।