বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভাল আছেন.গত পর্বের tags গুলো প্র্যাকটিস করেছেন নিশ্চয়ই .আজ
আপনাদের সাথে আলোচনা করবো HTML Attribute নিয়ে.
এট্রিবিউট হচ্ছে কোন কিছুর বৈশিষ্ট্য নির্দেশক।একটি ওয়েব পেজের সৌন্দর্য বর্ধনের জন্য কালার, ছবি, ইমেইল এ্যাড্রেস ইত্যাদি যুক্ত করতে হয়। আর এই কাজটি করা হয় এট্রিবিউট
ব্যবহার করে। ধরা যাক কোন টেক্সটে একটি শব্দ আছে.শব্দটির কালার হবে লাল তাহলে attribute হবে red color
.HTML ডকুমেন্টের জন্য এট্রিবিউট খুবই প্রয়োজনীয়.এট্রিবিউট ছাড়া ওয়েব পেজে অনেক ছবি, হাইপারলিংক, এ্যাংকর
নাম ইত্যাদি যুক্ত করা যায় না। Attribute লিখতে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে তা হলো :-
ব্যবহার করে। ধরা যাক কোন টেক্সটে একটি শব্দ আছে.শব্দটির কালার হবে লাল তাহলে attribute হবে red color
.HTML ডকুমেন্টের জন্য এট্রিবিউট খুবই প্রয়োজনীয়.এট্রিবিউট ছাড়া ওয়েব পেজে অনেক ছবি, হাইপারলিংক, এ্যাংকর
নাম ইত্যাদি যুক্ত করা যায় না। Attribute লিখতে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে তা হলো :-
- এট্রিবিউট কে opening tag এর মাঝে লিখতে হবে।
- এট্রিবিউট নামের পর (=)চিহ্ন দিয়ে ভ্যালু বা মান লিখতে হবে।
- এট্রিবিউট ভ্যালু কোটেশন চিহ্নের মাঝে থাকবে।
এই কয়েকটি বিষয় লক্ষ্য করা অতীব জরুরি। একটি coloring text এর জন্য
এট্রিবিউট সহ টেগের উদাহরণ হিসেবে নিচে কোড টুকু নোটপ্যাড এ লিখুন :-
<html>
এট্রিবিউট সহ টেগের উদাহরণ হিসেবে নিচে কোড টুকু নোটপ্যাড এ লিখুন :-
<html>
<body>
<p style="color : red;"> This is paragraph </p>
</body>
</html>
এবার index.html লিখে ফাইলটি Save করুন এবার Save করা ফাইলটি ব্রাউজারে ওপেন করে দেখুন নিচের চিত্রের মতো হয়েছে কিনা
এট্রিবিউটের সাথে আরো বিভিন্ন টেগ ব্যবহার করে আপনি চাইলে লেখাটিকে ইটালিক, বোল্ড ইত্যাদি ফর্মে করে টেক্সটের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন।
বন্ধুরা আশা করি আপনারা এই বিষয় গুলো প্র্যাকটিস করবেন। আপনারা কিছু শিখতে পারলেই আমার সার্থকতা। আজ এ পযর্ন্তই আগামী টিউনে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন।
বন্ধুরা আশা করি আপনারা এই বিষয় গুলো প্র্যাকটিস করবেন। আপনারা কিছু শিখতে পারলেই আমার সার্থকতা। আজ এ পযর্ন্তই আগামী টিউনে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন।
Post a Comment
2 comments
পাটা পাটি ভাই আমদের অনেক উপকার হবে এই
পোস্ট গুলোর কারনে thanks
আপনাদের উপকার করতে পারলেই নিজেকে ধন্য মনে করবো কমেন্ট করার জন্য ধন্যবাদ।
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।