0
এখন থেকে আপনার দেয়া নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ হবে আপনার কম্পিউটার!
www.mdlutfor.blogspot.com

এতদিন আপনারা কম্পিউটার কে অটোমেটিক বন্ধ করার ব্যাপারে অনেকেই অনেক রকম টিপস দেখেছেন। কিন্তু এই টিপস গুলো নতুনদের বুঝতে সমস্যা হয় আর তাই আজকে আমি নতুনদের জন্য নিয়ে এলাম দারুণ একটি shutdown সফটওয়্যার সাইজ মাত্র ১.৮ মেগাবাইট। আসুন দেখি কম্পিউটার অটোমেটিক বন্ধ করার প্রয়োজন কেন হয়। আমরা অনেকেই কাজের প্রয়োজনে নেট থেকে অনেক বড় ধরনের ফাইল. সফটওয়্যার. মুভি. ডাউন-লোড করার প্রয়োজন হয়। ধরুন আপনি একটি ফাইল ডাউন-লোড দিলেন এখন দেখা গেলো ডাউন-লোড হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে আর ঠিক সেই মুহুর্তেই আপনার অফিস টাইম হয়ে গেলো অথবা অন্যত্র বাহিরে কোথায় যাওয়ার প্রয়োজন হলো। তাহলে কি আপনার কম্পিউটার দিনভর চলতেই থাকবে? উত্তর হলো না কারণ ঠিক সেই সময়ই আমার দেয়া এই সফটওয়্যারটি আপনাকে দারুণ ভাবে সহযোগিতা করবে।

তাহলে চলুন এক নজরে দেখে নেই উক্ত সফটওয়্যারটির ব্যাবহার বিধি:

প্রথমেই সফটওয়্যারটি নিচ থেকে ডাউন-লোড করে ইন্সটল করুন ইন্সটল করা শেষ হলে ওপেন করুন, নিচের চিত্র দেখুন।
www.mdlutfor.blogspot.com
এবার ওপরের চিত্রের দেখানো স্থান গুলোতে আপনার নির্ধারিত সময় সেট করুন যেমন।
  • shutdown in: Hours: কত ঘণ্টা পর বন্ধ হবে তা টাইপ করুন।
  • Minutes: এখানে কত মিনিট পর বন্ধ হবে তা টাইপ করুন।
  • Seconds: সেকেন্ড টাইপ করুন।
এবং পরি শেষে start বাটনে ক্লিক করুন।
পুরো বিষয়টা নিচের চিত্রের মতো হবে।

www.mdlutfor.blogspot.com
 এখন নিশ্চিন্তে বাসা থেকে বেরিয়ে পরুন আর যা করার আপনার কম্পিউটারকেই করতে দিন। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহাফেজ।

ডাউনলোড করার নিয়ম

 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের সমস্যা হলে Mozilla/ chrome ব্রাউজার ব্যবহার করুন ।
http://adf.ly/1G9hBM

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।