1
৫০ টিরও বেশি সার্চ ইঞ্জিনে সাবমিট করুন আপনার ওয়েব সাইট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউনে।
www.mdlutfor.blogspot.com
 বন্ধুরা দেশের যে পরিস্থিতি তাতে। নিজেকে ব্লগার হিসেবে পরিচয় দিতে ভয় লাগে তারপরেও টিউনের খাতিরে বলতে হচ্ছে। আমার যারা ইন্টারনেটে ব্লগিং করি অর্থাৎ ওয়েব সাইট নিয়ে কাজ করি। তারা সবাই জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কতটা গুরুত্বপূর্ণ ব্যপার, আর তাই Seo নিয়ে নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই। আমরা আমাদের সাইটকে seo ফ্রেন্ডলি করে তুলার জন্য। ব্যাকলিঙ্ক তৈরী করি. কিওয়ার্ড নিয়ে রিসার্চ করি অনেক ব্লগে গেস্ট পোস্ট করি কিন্তু একটা কাজ আমরা অনেকেই করিনা সেটা হলো। সার্চ ইঞ্জিনে ব্লগ সাবমিট করা এই সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করা seo. এর একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি আপনার ব্লগে SEO এর দিকে লক্ষ্য না দেন। তাহলে সাড়া জীবন ব্লগিং করে যাবেন। কিন্তু কাংখিত ভিজিটর কখনোই পাবেনা। আর তাই আজকে আমি আপনাদের দেখাবো। কিভাবে এক ক্লিকে ৫০টিরও বেশী সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করবেন। আসুন তাহলে শুরু করা যাক প্রথমেই আপনার ব্লগের হোম পেজে প্রবেশ করুন। এবার আপনার ব্লগের URL টা কপি করুন, এবার এই লিংকে ক্লিক করুন Click here this linkএবার দেখুন নিচের চিত্রের মত একটি পেজ এসেছে। নিচের চিত্র দেখুন

www.mdlutfor.blogspot.com
এবার ওপরের চিত্রের দেখানো স্থান গুলোতে সঠিক তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। ১/ নাম্বার বক্সে আপনার একটু আগে কপি করা URL টা পেস্ট করুন ২/ নম্বার বক্সে আপনার একটি ইমেল লিখুন এক্ষেত্রে যেকোন ইমেল হলেই চলবে। পরিশেষে সাবমিট বাটনে ক্লিক করুন। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। সবকিছু ঠিক থাকলে আপনার ইমেইলে একটি successful. বার্তা চলে যাবে। আজকে এতটুকুই থাক দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ। ও.আরএকটি কথা টিউন সম্পর্কে আপনার কোন মতামত থাকলে জানাতে পারেন। আপনার ছোট একটু মতামত আমাকে ব্লগিং চালিয়ে যেতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ।

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।