আপনি কি? আপনার কম্পিউটারে Pattern লক ব্যবহার করতে চান। তাহলে এই পোস্ট
আপনার জন্যই
আমরা সবাই জানি কম্পিউটারে password লক ছাড়া অন্য কোন লকার ব্যবহার করা
যায়না। কেননা Default হিসেবে এটাই উইন্ডোজ এর সাথে পাওয়া যায়।
কিন্তু এই password লক অনেকের কাছেই ভালো লাগেনা তারা চায় অন্যরকম কিছু আর
চাওয়াটাই সাভাবিক। কেননা মানুষ সবসময়ই নতুনত্বের সন্ধান করে। আর তাছাড়া এক
জিনিস আর কতই ভালো লাগে বলুন।
বর্তমানে এনড্রয়েড ব্যবহারকারী দেড় অনেক রকমের সিকিউরিটি ব্যবহারের সুযোগ
রয়েছে। যেমন. Slide. লক.password. লক.voice. লক.pattern. লক.face.লক
ইত্যাদি আর এই গুলোর মাঝে pattern লক টা বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
আর এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই কম্পিউটার ব্যবহারকারী দেড় জন্য Eusing
software নামক একটি প্রতিস্ঠান তৈরি করলো এই কম্পিউটার. Pattern লকার।
যাইহোক অনেক কথা বলে ফেল্লাম এবার কাজের কথায় আসা যাক আপনারা যদি আপনাদের
কম্পিউটারে এই pattern লকার ব্যবহার করতে চান। তাহলে একদম নিচে ডাউনলোড
লিংক দেয়া আছে ওখান থেকে ডাউনলোড করে নিবেন। আর হ্যা আরএকটি কথা ডাউনলোড
করার আগে অবশ্যই ডাউনলোড করার নিয়মটা ভালোভাবে দেখে নিবেন। এবার চলুন এক
নজরে এর ব্যবহার বিধি দেখে নেই
প্রথমেই সফটওয়্যারটা ডাউনলোড করে ইন্সটল করুন এবার দেখুন নিচের চিত্রের মত
একটি উইন্ডো আপনার সামনে হাজির হয়েছে । নিচের চিত্র দেখুন
ওপরের চিত্রের দেখানো স্থান গুলো লক্ষ্য করুন। ওপরের চিত্রের দেখানো ১ নম্বর স্থানে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী pattern ড্র করুন. ২ নম্বর স্থানে ক্লিক করে ব্যাকআপ করে রাখতে পারেন JPEG ইমেজ ফাইল হিসেবে কারণ আপনি যদি আপনার ড্র করা pattern ভুলে যান তখন এই ব্যাকআপ ফাইলটি আপনার কাজে দিবে। ৩ নম্বর স্থানে ক্লিক করে বিভিন্ন রকমের পরিবর্তন করতে পারবেন যেমন। কত মিনিট পর লক হবে অটো লক হবে কিনা ইত্যাদি। বাকিটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর হ্যা zip ফাইলের ভিতরে রেজিস্ট্রেশন নম্বর দেয়া আছে. রেজিস্ট্রেশন করতে ভুলবেননা ডাউনলোড করার নিয়ম
প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের সমস্যা হলে Mozilla/ chrome ব্রাউজার ব্যবহার করুন বুঝতে না পারলে নিচের চিত্র দেখুন ধন্যবাদ।
ওপরের চিত্রের দেখানো স্থান গুলো লক্ষ্য করুন। ওপরের চিত্রের দেখানো ১ নম্বর স্থানে ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুযায়ী pattern ড্র করুন. ২ নম্বর স্থানে ক্লিক করে ব্যাকআপ করে রাখতে পারেন JPEG ইমেজ ফাইল হিসেবে কারণ আপনি যদি আপনার ড্র করা pattern ভুলে যান তখন এই ব্যাকআপ ফাইলটি আপনার কাজে দিবে। ৩ নম্বর স্থানে ক্লিক করে বিভিন্ন রকমের পরিবর্তন করতে পারবেন যেমন। কত মিনিট পর লক হবে অটো লক হবে কিনা ইত্যাদি। বাকিটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। আর হ্যা zip ফাইলের ভিতরে রেজিস্ট্রেশন নম্বর দেয়া আছে. রেজিস্ট্রেশন করতে ভুলবেননা ডাউনলোড করার নিয়ম
প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের সমস্যা হলে Mozilla/ chrome ব্রাউজার ব্যবহার করুন বুঝতে না পারলে নিচের চিত্র দেখুন ধন্যবাদ।
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।