আসুন নোটপ্যাড দিয়ে ঘড়ি তৈরি করি
বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।
বন্ধুরা আপনারা হয়তোবা জানেন যে নোটপ্যাড দিয়ে প্রগ্রাম লেখা যায় তবে অনেকেই জানেনা কিভাবে প্রগ্রাম লিখতে হয়।
তবে হে এখন বাংলাদেশেও রয়েছে বিশ্ব মানের প্রোগ্রামার যারা প্রতিনিয়ত লিখে চলেছেন নিত্য নতুন সব প্রগ্রাম। এখানে আমি ঐসব বড় প্রোগ্রামার দেড় নিয়ে আলোচনা করবোনা এখানে শুধু আমি নতুনদের নিয়ে আলোচনা করতে চাই।
আর আমি সবসময় নতুনদের নিয়েই লিখতে চেষ্টা করি যাইহোক অনেক কথাই বলে ফেললাম। আজকে আপনাদের সিম্পল একটা Batch প্রগ্রাম দেখাবো যার সাহায্যে আপনি নিজের তৈরি করা ঘড়ি চালাতে পারবেন। আপনার
কম্পিউটারে তাহলে চলুন কাজ শুরু করা যাক।
প্রথমে ডেক্সটপ এ গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। এবার মাউস পয়েন্টার New এ নিয়ে যান এবার সেখান থেকে Text Document সিলেক্ট করুন।
এবার এটার নাম দিন clock.txt এবং ওপেন করুন... এবার ঝটপট নিচের কোড টা লিখে ফেলুন
@echo off
:start echo Date: %date% Time: %time%
goto start
তারপর File থেকে save as এ যান এবং clock.bat নামে শেভ করুন... এইবার clock.bat file টা ডাবল ক্লিক করে দেখুন আপনার তৈরি করা ঘড়ি। কেমন হলা জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।