ব্লগে যুক্ত করুন রিলেটেড পোস্ট গ্যাজেট আমাদের দেশের অধিকাংশ ব্লগার ফ্রী টেমপ্লেট ব্যবহার করে থাকে। আর তাই অনেক সময় দেখা যায় তাদের টেমপ্লেটে রিলেটেড পোস্ট গ্যাজেটি থাকেনা। রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েব সাইটের ভিজিটরদের প্রায় ১০% সময় ধরে রাখতে সাহায্য করে। কোন কনো সময় এটা আরও বেশী হয়ে থাকে রিলেটেড পোস্ট গ্যাজেট হচ্ছে কোন একটি পোস্টের শেষে একই ধরনের আরো পোস্টের লিংক দেখানো যাতে ভিজিটর একই বিষয়ে আরো বেশি জানতে পারে। শুধু তাই নয় রিলেটেড পোস্ট গ্যাজেট ব্যবহার করলে একটি ওয়েব সাইটের সুন্দরয্য বৃদ্ধি পায়। তাই আপনাদের জন্য আজকে নিয়ে এলাম দারুণ একটি রিলেটেড পোস্ট গ্যাজেট এটা আপনি ইচ্ছে হলে ব্যবহার করতে পারবেন আবার ইচ্ছে হলে রিমুভ করতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে আপনি আপনার ব্লগে এই রিলেটেড পোস্ট গ্যাজেট যুক্ত করবেন।
কিভাবে যুক্ত করবেন?
প্রথমে আপনার ব্লগার ব্লগ লগইন করুন ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন । এবার Add a Gadget এ ক্লিক করুন এবং HTML/ Javascript এ ক্লিক করুন । এবার টাইটেল ঘরে কিছু না লিখে contenet ঘরে নিচের কোড গুল কপি পেস্ট করুন ।
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.3.2/jquery.min.js" type="text/javascript"></script>
<script src="http://blogger-related-posts.googlecode.com/files/related-posts-widget-1.0.js" type="text/javascript"></script>
<script type="text/javascript">
relatedPostsWidget({
'containerSelector':'div.post-body'
,'loadingText':'loading...'
});</script>
সব শেষে save বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন এবর আপনার ব্লগ ভিজিট করে দেখুন আশাকরি রিলেটেড পোস্ট দেখতে পাচ্ছেন। ধন্যবাদ
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।