বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েব পেইজ ডিজাইনের ভিত্তি HTML পরিচিতি.এ পর্যায়ে থাকবে HTML সম্পর্কিত ধারাবাহিক Tutorial.
তো আসুন প্রথমেই জেনে নিই HTML কি - HTML কি??
-HYPER TEXT Markup Language এর সংক্ষিপ্ত রূপ ই হলো HTML .এটি মূলত একটি টেক্সট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা।
HTML এর জন্ম
১৯৯০ সালে সর্বপ্রথম এই র্মাক-আপ ল্যাংগুয়েজ তৈরি করে টিম বানারসলী র্মাক-আপ। সর্ব প্রথম তিনি ওয়েব নিয়ে গবেষণা করে ওয়েব তৈরি করেন ১৯৮৯ সালে।
তখন তিনি ইউরোপের পাকটিক্যাল ফিজিক্স ল্যাবরেটরির একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোটিয়াম (W3C) নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান। টিম বানারস লী ছিলেন এই অলাভজনক প্রতিষ্ঠানের ডিরেক্টর.
একজন ওয়েবওয়েব ডিজাইনার হতে হলে এই Language টি সবার আগে ভালোভাবে শিখতে হবে. তবে এটা শেখা খুবই সহজ বন্ধুরা HTML শেখার জন্য যে বিষয় গুলো আমাদের জানতে হবে তা হলো
- 1.HTML Tags
- 2.Attribute
- 3.HTML Heading
- 4.HTML Table
- 5.Formating Tag
- 6.Hyperlink
- 7.Image যুক্ত করা
- 8.line break
উক্ত বিষয় গুলোতে সম্পূর্ণ ধারণা থাকলেই HTML এ পারদর্শিতা অর্জন করা
সম্ভব.আর পারদর্শী হলেই একজন দক্ষ ওয়েব ডিজাইনার হওয়া সম্ভব
HTML শেখার প্রস্ততি
এইচটিএমএল শিখতে কম্পিউটার এর বেসিক ধারনা থাকলেই চলবে। এইচটিএমএল শিখতে আমাদের একটি টেক্সট এডিটর লাগবে (যেমন: Notepad) প্রতিটি কম্পিউটার এ ডিফল্ট-ভাবে Notepad দেওয়া থাকে।
তবে অডভান্স টেক্সট এডিটর (যেমন: Notepad++) হলে ভালো হয়। কারণ সাধারণ Notepad এবং Notepad ++ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এছাড়া আপনি অ্যাডোবি ড্রিমওয়েভার ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে কম্পিউটার এ একটি ইন্টারনেট ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে. যেমন: মোজিলা ফায়ারফক্স গুগল ক্রোম অপেরা ইত্যাদি। তবে প্রতিটি কম্পিউটার এ ডিফল্ট-ভাবে ইন্টারনেট এক্সপ্লরের ব্রাউজারটি ইন্সটল করা থাকে আপনি চাইলে এটা দিয়েও কাজ চালাতে পারবেন।
আর আপনি যদি Notepad ++ ব্যবহার করতে চান তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিবেন।
HTML শেখার প্রস্ততি
তবে অডভান্স টেক্সট এডিটর (যেমন: Notepad++) হলে ভালো হয়। কারণ সাধারণ Notepad এবং Notepad ++ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। এছাড়া আপনি অ্যাডোবি ড্রিমওয়েভার ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে কম্পিউটার এ একটি ইন্টারনেট ব্রাউজার ইন্সটল করা থাকতে হবে. যেমন: মোজিলা ফায়ারফক্স গুগল ক্রোম অপেরা ইত্যাদি। তবে প্রতিটি কম্পিউটার এ ডিফল্ট-ভাবে ইন্টারনেট এক্সপ্লরের ব্রাউজারটি ইন্সটল করা থাকে আপনি চাইলে এটা দিয়েও কাজ চালাতে পারবেন।
আর আপনি যদি Notepad ++ ব্যবহার করতে চান তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিবেন।
তাহলে সবকিছু নিয়ে তৈরি থাকুন দেখা হবে পরবর্তী টিউনে অলোচনা হবে ট্যাগ/ এইচটিএমএল গঠন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ।
Post a Comment
2 comments
চালিয়ে যান আবার মাঝ পথে থেমে যাবেননা তো?
আপনাদের ভালোবাসা আর উৎসাহ পেলে থেমে যাওয়ার ইচ্ছে নেই। মন্তব্য করার জন্য. ধন্যবাদ
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।