একটি ইমেজ দিয়ে কম্পিউটার লক করুন.সফটওয়্যার ছাড়া শিরোনাম দেখে হয়তোবা বোঝাতে পেরেছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। আবার অনেকেই হয়তো ভাবছেন এটা আবার কোন ধরনের লক তাদের জন্য বলছি এটা এমনই এতটা পদ্ধতি যা. ব্যবহার করলে কেউ বুঝতেই পারবেনা যে আপনার কম্পিউটার লক অবস্থায় আছে শুধু আপনি ছাড়া। আর এটা ব্যবহার করে আপনি যেকোনো কম্পিউটার এক্সপার্ট দেরও বোকা বানাতে পারবেন। আর একটা কথা বলে রাখি এই পদ্ধতিটা সম্পূর্ণ আমার নিজের চিন্তা ধারা থেকে তৈরি যদি কোন ওয়েব সাইটে এর আগে এই বিষয়ে টিউন লিখে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন কারণ এখন পর্যন্ত আমার নজরে পড়েনি। যাইহোক অনেকে কথাই বললাম চলুন এবার কাজে কথায় আসি। প্রথমেই কম্পিউটার ওপেন করুন এবং ডেক্সটপে অবস্থান করুন এবার কিবোর্ড থেকে Print screen চাপুন তারপর start menu এ ক্লিক করুন এবার. All programs এ ক্লিক করুন এবার Accessories এ ক্লিক করুন তারপর paint ক্লিক করুন। নিচে চিত্র দেখু।
এবার দেখুন ওপরের ৫নং untitled - paint ওপেন হয়েছে এখন শুধু কিবোর্ড থেকে ctrl+V চাপুন দেখুন আপনার ডেক্সটপের একটি ছবি এখানে চলে এসেছে। এবার এটাকে যেকোনো একটি ড্রাইভ এ save করুন। এখন সব ক্লোজ করে বেরিয়ে আসুন. এবার একটু আগে যেই ইমেজটা save করলেন ওটার ওপরে মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন এখন অনেক গুলো অপশন আসবে এই অপশন গুলোর মাঝ থেকে set as desktop background সিলেক্ট করুন। এখন ডেক্সটপে ফিরে আসুন ডেক্সটপে ফাকা যায়গায় মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন এবার কিছু অপশন দেখতে পাবেন এই অপশন গুলোর মাঝ থেকে view সিলেক্ট করুন তারপর show desktop icons এ ক্লিক করুন নিচে চিত্র দেখুন।
আমাদের কাজ শেষ এবার দেখুন তো আপনার my computer এ ডাবল ক্লিক করে ওপেন হয় কিনা কি? চমকে উঠলেন তো এখন আপনি আপনার বন্ধুদের বোকা বানাতে পারবেন খুব সহজেই।
পরিশেষে কিছু কথা
টিউন টি যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি মন্তব্য করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো মানের টিউন লিখতে উৎসাহ পাই. এবং কোথাও ভুল পেলে আমাকে ধরিয়ে দিবেন আমি তা সংশোধনের চেষ্টা করবো। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তি নিয়ে খেলার পাশেই থাকবেন ধন্যবাদ।
Post a Comment
2 comments
ফারুক. আনলক করবো কিভাবে?
যেভাবে লক করা হয়েছে ঠিক একই পদ্ধতিতে আন লক হবে কমেন্ট করার জন্য ধন্যবাদ।
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।