বারিয়ে নিন আপনার শখের স্মার্টফোনের পাওয়ার বাটনের মেয়াদ. বন্ধুরা পাল্টে যাচ্ছে সম্পর্কের সকল সূত্রগুলো। সব সম্পর্কের সূত্রের মধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে প্রযুক্তি। আর তাই মানুষ প্রিয় মানুষের চেয়ে প্রযুক্তির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।কারণ সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বর্তমান যুগের মানুষ স্মার্টফোনের দিকে যত বেশি তাকায়, প্রিয়জনের দিকে ততোটা বেশি তাকায় না। ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মানুষই প্রতি সপ্তাহে ১৫০০ বার নিজের স্মার্টফোনের স্ক্রিনে নজর দেন। তাও শুধু রাতের বেলায়। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে বলতে হয়, নিজের স্ত্রী বা প্রেমিকার দিকেও সপ্তাহে এতবার তাকান না পুরুষরা। প্রায় দু’হাজার মানুষের ওপর এ জরিপ চালায় টেলিমার্কেটিং এজেন্সি টেকমার্ক। জরিপের প্রতিবেদনে বলা হয়- দিনভর, এমনকি রাতেই স্মার্টফোনের প্রতি ব্যবহারকারীদের আসক্তি প্রবল। ৪০ শতাংশ মানুষই দিনের প্রথম কাজ হিসেবে ফোনে ইমেল চেক করেন। আবার ৫১ শতাংশ মানুষ দিনের শুরুতেই ফেসবুকে নজর বুলিয়ে নেন। সবচেয়ে মজার কথা, ৭০ শতাংশ মানুষ স্মার্টফোন নিয়ে ঘাঁটাঘাটি করতে ভালোবাসেন। আর তাই আপনার এই শখের স্মার্টফোনের পাওয়ার বাটন টা. অকালে অঝরে পরার আগেই রক্ষা করুন। কেননা শুধু রাতের বেলাই যদি সপ্তাহে ১৫০০ বার স্মার্টফোন এর স্ক্রিনের দিকে তাকানো হয়। তাহলে ভেবে দেখুনতো আপনাকে পাওয়া বাটনে কতবার চাপ দিতে হয়েছে। একটি স্মার্টফোন নতুন কেনার পর পাওয়া বাটনে একবার চাপ দিলেই সুন্দর ভাবে স্ক্রিন আনলক হয়ে যায়। কিন্তু যখনই বছর পেরিয়ে যায় তখন আর একবার চাপ দিলে কাজ হয়না। একাধিক বার পাওয়ার বাটন চাপাতে হয় তাই আমার দেয়া সফটওয়্যারটা ডাউনলোড করুন তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইন্সাআল্লাহ। কেননা এই সফটওয়্যারটা ইন্সটল করার পর Active করলেই আপনার স্মার্টফোনের ভলিউম বাটন দিয়েই স্ক্রিন আনলক করতে পারবেন। ডাউনলোড করার নিয়ম
বারিয়ে নিন আপনার শখের স্মার্টফোনের পাওয়ার বাটনের মেয়াদ
বারিয়ে নিন আপনার শখের স্মার্টফোনের পাওয়ার বাটনের মেয়াদ. বন্ধুরা পাল্টে যাচ্ছে সম্পর্কের সকল সূত্রগুলো। সব সম্পর্কের সূত্রের মধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে প্রযুক্তি। আর তাই মানুষ প্রিয় মানুষের চেয়ে প্রযুক্তির ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।কারণ সম্প্রতি এক জরিপে দেখা গেছে, বর্তমান যুগের মানুষ স্মার্টফোনের দিকে যত বেশি তাকায়, প্রিয়জনের দিকে ততোটা বেশি তাকায় না। ওই জরিপের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মানুষই প্রতি সপ্তাহে ১৫০০ বার নিজের স্মার্টফোনের স্ক্রিনে নজর দেন। তাও শুধু রাতের বেলায়। এটা শুধু পুরুষদের ক্ষেত্রে যদি বলা হয়, তাহলে বলতে হয়, নিজের স্ত্রী বা প্রেমিকার দিকেও সপ্তাহে এতবার তাকান না পুরুষরা। প্রায় দু’হাজার মানুষের ওপর এ জরিপ চালায় টেলিমার্কেটিং এজেন্সি টেকমার্ক। জরিপের প্রতিবেদনে বলা হয়- দিনভর, এমনকি রাতেই স্মার্টফোনের প্রতি ব্যবহারকারীদের আসক্তি প্রবল। ৪০ শতাংশ মানুষই দিনের প্রথম কাজ হিসেবে ফোনে ইমেল চেক করেন। আবার ৫১ শতাংশ মানুষ দিনের শুরুতেই ফেসবুকে নজর বুলিয়ে নেন। সবচেয়ে মজার কথা, ৭০ শতাংশ মানুষ স্মার্টফোন নিয়ে ঘাঁটাঘাটি করতে ভালোবাসেন। আর তাই আপনার এই শখের স্মার্টফোনের পাওয়ার বাটন টা. অকালে অঝরে পরার আগেই রক্ষা করুন। কেননা শুধু রাতের বেলাই যদি সপ্তাহে ১৫০০ বার স্মার্টফোন এর স্ক্রিনের দিকে তাকানো হয়। তাহলে ভেবে দেখুনতো আপনাকে পাওয়া বাটনে কতবার চাপ দিতে হয়েছে। একটি স্মার্টফোন নতুন কেনার পর পাওয়া বাটনে একবার চাপ দিলেই সুন্দর ভাবে স্ক্রিন আনলক হয়ে যায়। কিন্তু যখনই বছর পেরিয়ে যায় তখন আর একবার চাপ দিলে কাজ হয়না। একাধিক বার পাওয়ার বাটন চাপাতে হয় তাই আমার দেয়া সফটওয়্যারটা ডাউনলোড করুন তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন ইন্সাআল্লাহ। কেননা এই সফটওয়্যারটা ইন্সটল করার পর Active করলেই আপনার স্মার্টফোনের ভলিউম বাটন দিয়েই স্ক্রিন আনলক করতে পারবেন। ডাউনলোড করার নিয়ম
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।