0

http://mdlutfor.blogspot.com
আপনি কি? আপনার কম্পিউটারকে virus মুক্ত রাখতে চান তাহলে এদিকে আসুন। বন্ধুরা আমরা আমাদের কম্পিউটারকে virus মুক্ত রাখার জন্য কতকিছুনা ব্যবহার করি। যেমন. বিভিন্ন ধরনের এন্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি আরো অনেক কিছু কিন্তু এই antivirus ব্যবহারের সবচেয়ে বড় সমস্যা হলো এটাকে বারবার হালনাগাদ করতে হয়। অর্থাৎ update করতে হয়। আবার এই. Antivirus গুলোর আরো একটি বড় সমস্যা হচ্ছে। ল.কনফিগার কম্পিউটার গুলোকে স্লো করেফেলে । তাই এন্টিভাইরাস ব্যবহার না করেও আপনি ছোট একটা USB Guard ব্যবহার করে virus এর হাত থেকে 80% save থাকতে পারেন। কারণ হিসেবে বলা যেতে পারে। আমরা কাজের প্রয়োজনে বিভিন্ন সময়। পেনড্রাইভ এর মাধ্যমে তথ্য আদানপ্রদান করে থাকি। আর এই পেনড্রাইভ এর মধ্যেই আমাদের কম্পিউটারে শতকরা ৮০% ভাইরাস ছরায় যেমন ধরুন আপনি আপনার বন্ধুর কম্পিউটার থেকে. গান, পিকচার, সফটওয়্যার, মুভি, ইত্যাদি যেকোন একটা কিছু কপি করে নিয়ে আসলেন এখন যদি সেই কম্পিউটার. ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার কম্পিউটারে এই পেনড্রাইভ প্রবেশ কোরালে সাথে সাথে। আপনার কম্পিউটার ও ঐ একই ভাইরাসে আক্রান্ত হবে। আশাকরি বুজতে পেরেছেন। তাই আর কথা বারাবো না। আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি USB Guard সম্পূর্ণ full and final version তো আর দেরি নাকরে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে নামিয়ে নিন আপনার USB Guard আর আপনার কম্পিউটারকে রাখুন সম্পূর্ণ ভাইরাস মুক্ত। আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ .ডাউনলোড করার নিয়ম

http://adf.ly/17fhoF


Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।