0
Root করুন আপনার android ফোন দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলো এনড্রয়েড ফোন রুট করা বন্ধুরা আসুন প্রথমে বুঝার চেষ্টা করি রুট বলতে আমরা কি বুঝি। রুট শব্দের আভিধানিক অর্থ হচ্ছে। মূল. অর্থাৎ মূল উৎস। তাহলে বুঝতেই পারছেন আপনি যদি আপনার এনড্রয়েড ফোনটা রুট করতে পারেন তাহলে। আপনি আপনার Advice এর মূল উৎসে প্রবেশ করতে পারবেন। এবার আসুন একনজরে দেখে নেই রুট করার পর আমরা কিকি সুবিধা উপভোগ করতে পারি। যেমন রুট করার পর আপনি আপনার advice এর. র্যাম / রুম / স্টক রুম / সহ ইত্যাদি অনেক কিছু customize করতে পারবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝেছি ততটুকুই আপনাদের সাথে সেয়ার করলাম। হয়তো সিনিয়র ভাইয়েরা এর থেকেও ভালো ব্যাক্ষ্যা দিতে পারবে। যাইহোক অনেক কথা বল্লাম এবার কাজের কথায় আসা যাক আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে আপনি আপনার মোবাইল রুট করতে পারেন। প্রথমে আমার দেয়া সফটওয়্যারটা নিচ থেকে ডাউনলোড করুন। তারপর দেখবেন সফটওয়্যারটা একটি জিপ ফাইল এর ভিতরে আছে তাই জিপ ফাইলটা আন জিপ করুন এবার সাভাবিক নিয়মে ইন্সটল করুন ইন্সটল করা শেষ হলে ওপেন করুন। এবার দেখুন একটি সবুজ গোল সার্কেল আছে সেখানে টাচ করুন কিছুক্ষণ অপেক্ষা করুণ নিচের চিত্র দেখুন।

 অপেক্ষা শেষ হবার পর যদি নিচের চিত্রের মত দেখায় তাহলে বুঝবেন সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছে। নিচের চিত্র দেখুন

 এবার মোবাইলটা রিস্টার্ট দিন রিস্টার্ট দেবার পর মোবাইলটা অন হয়ে গেলে আপনার মোবাইলের মেনুর ভিতর প্রবেশ করুন এবার দেখুন king user নামে একটি সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হয়ে আছে তাহলেই বুঝবেন আপনি ১০০% সফল ভাবে রুট করতে সক্ষম হয়েছেন। বিঃদ্রঃ রুট করার সময় অনেক advice ক্র্যাশ হয়ে যায় তাই সম্পুর্ন নিয়ে দায়িত্বে রুট করুন আপনার মোবাইলের কোন প্রকার সমস্যার জন্য এই ওয়েবসাইটের কর্তৃপক্ষ দায়ী নয়। DOWNLOAD NOW ধন্যবাদ

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।