0

প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাকরি ভালোই আছেন। যাহোক আজকে বেশি কথা বারাবো না চলুন কাজের কথায় আসা জাক। আপনিকি আপনার অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে বিস্তারিত বলতে পারছেন না? তবে সমস্যা নেই কেননা আপনার অ্যান্ড্রয়েড ফোনের বিস্তারিত তথ্য খুব সহজেই একটি ছোট গোপন কোড ব্যবহার করে জানতে পারবেন। ‘*#*#4636#*#*’ এই কোড ব্যবহার করে আপনার ফোনের IMEI নাম্বার, আইপি নাম্বার, ব্যাটারির স্ট্যাটাস লেভেল, ওয়াইফাই ও ব্যবহারের সকল তথ্য জানতে পারবেন। এর জন্য প্রথমে আপনার ফোনে ‘*#*#4636#*#*’ নাম্বারটি ডায়াল করুন। এখন দেখবেন নিচের ছবির মত একটি পেজ দেখাবে নিচের চিত্র দেখুন

 যেখানে ফোন, ব্যাটারি, ব্যবহার ও ওয়াইফাই ইনফরমেশন লেখা থাকবে।  এখন আপনি আপনার ফোনের IMEI নাম্বারসহ যাবতীয় তথ্য পেতে ‘Phone information’ এ ক্লিক করলে আপনার ফোনের সকল তথ্য পাবেন। Green Hosting   ঠিক তেমনি আপনি যদি আপনার ফোনের ব্যাটারি সংক্রান্ত তথ্য জানতে চান তবে ‘Battery information’ এ ক্লিক করুন। এভাবে ওয়াইফাই ও ব্যবহারের সকল তথ্য জানতে ‘Wi-Fi information’ ও ‘Usage statistics’ এ ক্লিক করুন। তাই আজই এই গোপন কোড ব্যবহার করে জেনে নিন আপনার ফোনের যাবতীয় তথ্য। আজ এ পর্যন্তই আবার আগামীতে আবার হাজির হবো নিত্যনতুন কোন ট্রিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।


Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।