Zoom করুন আপনার কম্পিউটারকে অসাধারণ মজার ব্যাপার। বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আপনারা সবসময় ভালো থাকেন সবসময় আমি এই কামনাই করি। যাহোক এবার মূল ব্যাপারে ফিরে আসি । আমি আজকে আপনাদেরকে একটি ছোট কিন্তু বেশ কার্যকরী একটি সফটওয়্যার উপহার দিতে চাই । এরকম একটি সফটওয়্যার আমি অনেকদিন ধরে খুজতেছিলাম । কিন্তু পাওয়া হয়নি। আর আজকে হঠাৎ করেই. আমি আমার কাঙ্খিত সফটওয়্যারটি পেয়ে যাই । আর পাওয়া মাত্রই আপনাদের সাথে সেয়ার করতে ভুল করিনি। সফটওয়্যারটির নাম হচ্ছে ZoomIT. সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করতে পারেন । আপনি যদি ভিডিও টিউটোরিয়াল বানাতে চান তাহলে এ সফটওয়্যারটি আপনার বিশেষ উপকারে আসবে । এটির কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম । * দুইটি উপায়ে জুম করতে পারবেন । একটি হচ্ছে আপনাকে মাউসের কার্সর দেখা ছাড়া জুম করতে পারবেন । অপরটি হচ্ছে মাউসের কার্সর শো করে অর্থাৎ লিভ জুম করতে পারবেন । জুম করার শর্টকাট কি সেট করা থাকে । আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন । * আবার আপনি এ সফটওয়্যার দিয়ে ছবিও আঁকতে পারবেন আপনার উইন্ডোজের স্ক্রিনে । ছয়টি কালার আছে, আপনি চাইলে যে কোন কালার দিয়ে ছবি আঁকতে পারবেন । ছবি আঁকার জন্য আলাদা বৃত্ত, তীর চিহ্ন ইত্যাদি আঁকার আলাদা অপশন আছে । * ছবি আকাকালীন সময়ে আপনি কিবোর্ডের t তে চাপ দিয়ে টেক্সট এর অপশন আনতে পারবেন । তখন সরাসরি স্ক্রিনে লিখতে পারবেন । * এ সফটওয়্যার দিয়ে উইন্ডোজে টাইমার আনতে পারবেন ইচ্ছা করলে, স্টপওয়াচের মত । যাই হোক, সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনি দেখতে পাবেন এর কারসাজি এবং আপনি সেটার মধ্যে বিস্তারিত নির্দেশনা দেখতে পাবেন । সফটওয়্যারটি সাইজ কিন্তু খুবই ছোট । মাত্র 296 KB. ডাউনলোড লিঙ্ক একদম নিচে দেয়া হল । আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Zoom করুন আপনার কম্পিউটারকে অসাধারণ মজার ব্যাপার
Zoom করুন আপনার কম্পিউটারকে অসাধারণ মজার ব্যাপার। বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আপনারা সবসময় ভালো থাকেন সবসময় আমি এই কামনাই করি। যাহোক এবার মূল ব্যাপারে ফিরে আসি । আমি আজকে আপনাদেরকে একটি ছোট কিন্তু বেশ কার্যকরী একটি সফটওয়্যার উপহার দিতে চাই । এরকম একটি সফটওয়্যার আমি অনেকদিন ধরে খুজতেছিলাম । কিন্তু পাওয়া হয়নি। আর আজকে হঠাৎ করেই. আমি আমার কাঙ্খিত সফটওয়্যারটি পেয়ে যাই । আর পাওয়া মাত্রই আপনাদের সাথে সেয়ার করতে ভুল করিনি। সফটওয়্যারটির নাম হচ্ছে ZoomIT. সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করতে পারেন । আপনি যদি ভিডিও টিউটোরিয়াল বানাতে চান তাহলে এ সফটওয়্যারটি আপনার বিশেষ উপকারে আসবে । এটির কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম । * দুইটি উপায়ে জুম করতে পারবেন । একটি হচ্ছে আপনাকে মাউসের কার্সর দেখা ছাড়া জুম করতে পারবেন । অপরটি হচ্ছে মাউসের কার্সর শো করে অর্থাৎ লিভ জুম করতে পারবেন । জুম করার শর্টকাট কি সেট করা থাকে । আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন । * আবার আপনি এ সফটওয়্যার দিয়ে ছবিও আঁকতে পারবেন আপনার উইন্ডোজের স্ক্রিনে । ছয়টি কালার আছে, আপনি চাইলে যে কোন কালার দিয়ে ছবি আঁকতে পারবেন । ছবি আঁকার জন্য আলাদা বৃত্ত, তীর চিহ্ন ইত্যাদি আঁকার আলাদা অপশন আছে । * ছবি আকাকালীন সময়ে আপনি কিবোর্ডের t তে চাপ দিয়ে টেক্সট এর অপশন আনতে পারবেন । তখন সরাসরি স্ক্রিনে লিখতে পারবেন । * এ সফটওয়্যার দিয়ে উইন্ডোজে টাইমার আনতে পারবেন ইচ্ছা করলে, স্টপওয়াচের মত । যাই হোক, সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনি দেখতে পাবেন এর কারসাজি এবং আপনি সেটার মধ্যে বিস্তারিত নির্দেশনা দেখতে পাবেন । সফটওয়্যারটি সাইজ কিন্তু খুবই ছোট । মাত্র 296 KB. ডাউনলোড লিঙ্ক একদম নিচে দেয়া হল । আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।