0

Zoom করুন আপনার কম্পিউটারকে অসাধারণ মজার ব্যাপার। বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আপনারা সবসময় ভালো থাকেন সবসময় আমি এই কামনাই করি। যাহোক এবার মূল ব্যাপারে ফিরে আসি । আমি আজকে আপনাদেরকে একটি ছোট কিন্তু বেশ কার্যকরী একটি সফটওয়্যার উপহার দিতে চাই । এরকম একটি সফটওয়্যার আমি অনেকদিন ধরে খুজতেছিলাম । কিন্তু পাওয়া হয়নি। আর আজকে হঠাৎ করেই. আমি আমার কাঙ্খিত সফটওয়্যারটি পেয়ে যাই । আর পাওয়া মাত্রই আপনাদের সাথে সেয়ার করতে ভুল করিনি। সফটওয়্যারটির নাম হচ্ছে ZoomIT. সফটওয়্যারটি অনেকেই ব্যবহার করতে পারেন । আপনি যদি ভিডিও টিউটোরিয়াল বানাতে চান তাহলে এ সফটওয়্যারটি আপনার বিশেষ উপকারে আসবে । এটির কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম । * দুইটি উপায়ে জুম করতে পারবেন । একটি হচ্ছে আপনাকে মাউসের কার্সর দেখা ছাড়া জুম করতে পারবেন । অপরটি হচ্ছে মাউসের কার্সর শো করে অর্থাৎ লিভ জুম করতে পারবেন । জুম করার শর্টকাট কি সেট করা থাকে । আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবেন । * আবার আপনি এ সফটওয়্যার দিয়ে ছবিও আঁকতে পারবেন আপনার উইন্ডোজের স্ক্রিনে । ছয়টি কালার আছে, আপনি চাইলে যে কোন কালার দিয়ে ছবি আঁকতে পারবেন । ছবি আঁকার জন্য আলাদা বৃত্ত, তীর চিহ্ন ইত্যাদি আঁকার আলাদা অপশন আছে । * ছবি আকাকালীন সময়ে আপনি কিবোর্ডের t তে চাপ দিয়ে টেক্সট এর অপশন আনতে পারবেন । তখন সরাসরি স্ক্রিনে লিখতে পারবেন । * এ সফটওয়্যার দিয়ে উইন্ডোজে টাইমার আনতে পারবেন ইচ্ছা করলে, স্টপওয়াচের মত । যাই হোক, সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনি দেখতে পাবেন এর কারসাজি এবং আপনি সেটার মধ্যে বিস্তারিত নির্দেশনা দেখতে পাবেন । সফটওয়্যারটি সাইজ কিন্তু খুবই ছোট । মাত্র 296 KB. ডাউনলোড লিঙ্ক একদম নিচে দেয়া হল । আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
http://downloads.ziddu.com/download/24370321/ZoomIt.zip.html


Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।