0
আপনার এনড্রয়েড ফোনের জন্য নিয়ে নিন একটি অসাধারণ smart cover মাত্র 108 KB .বন্ধুরা আমরা যারা এনড্রয়েড ফোন ব্যবহার করি। তারা প্রায় সবাই ফোনে Flip cover ব্যবহার করি। আর তাই আপনাদের জন্য নিয়ে এলাম৷ এই smart cover সফটওয়্যার এটি সাইজ মাত্র 108KB আপনারা হয়তো লক্ষ্য করেছেন। অনেক এনড্রয়েড ফোনে কভার বন্ধ করলে স্ক্রিন এর লাইট বন্ধ হয়ে জায়। আবার কভার খোলার সাথে সাথে।অটোমেটিক স্ক্রিন এর লাইট অন হয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে এটি কিভাবে কাজ করে। বন্ধুরা এটি কাজ করে আপনার মোবাইলের proximity sensor এর সাহায্যে আর উক্ত কাজের জন্য এই sensor কে নিয়ন্ত্রণ করা হয়. Smart cover অথবা একজাতীয় কোনো সফটওয়্যার দিয়ে। যার ফলে কভার বন্ধ করার সাথে সাথে স্ক্রিনের লাইট বন্ধ হয়ে যায় আর কভার খোলার সাথে সাথে স্ক্রিনের লাইট অন হয়ে যায়।আর তাই আপনি যদি স্মার্টফোন ব্যবহার করে আরো স্মার্ট হতে চান তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে। সফটওয়্যারটি ডাউনলোড করুন download তারপর সাভাবিক নিয়মে ইন্সটল করুন তারপর একটিভ করুন। এবার কাজ শেষ এবার আপনার Flip cover বন্ধ করেই দেখুন কি চমৎকার আপনার ফ্লিপ কভার হয়ে গেলো স্মার্ট কভার। ব্যবহার করুন smart cover আর স্মার্টফোন ব্যবহারে হয়ে উঠুন আরো স্মার্ট. ধন্যবাদ।

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।