0
এখন আপনার কমপিউটারে তৈরি করুন অদৃশ্য ফোল্ডার ভাবছেন এটা কিভাবে সমভব হ্যাঁ এটাও সমভব ফোল্ডার চোখের সামনেই থাকবে কিন্তু সেটা দেখা যাবেনা যাই হোক কথা না বারিয়ে চলুন কাজ শুরু করি প্রথমেই আপনার কমপিউটারের desktop. এ একটি ফোল্ডার তৈরী করুন তারপর New folder লেখাটি নিল রঙে থাকা অবস্থায় কিবোর্ডে alt. Key চেপে ধরে 0160 টাইপ করুন এবার alt. Key.থেকে হাত সরিয়ে নিন তারপর Enter চাপুন এবার দেখুন একটি নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়েছে এবার ঐ নাম ছাড়া ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার নিয়ে যান তারপর রাইট বাটনে ক্লিক করুন তারপর properties এ ক্লিক করুন এবার properties অপশন থেকে Customize নির্বাচন করুন তারপর Change icon এ ক্লিক করুন এরপর icon লিস্ট থেকে একটি blank icon সিলেক্ট করুন এবার ok করে বেরিয়ে আসুন নিচের চিত্র দেখুন

আজ এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।