0

                
মোবাইলের এলসিডি উল্টোকরা
আপনি ইচ্ছা করলে ভয় পাইয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে।কিন্তু কিভাবে এটা সম্ভব?
আপনার বা আপনার বন্ধুর মোবাইলটি যদি nokia 1600/2626/2610/1610, অথবা এলসিডি কালার হয় তাহলে আপনি তা করতে পারবেন। এই মডেলগুলোর মধ্যে যেকোন একটি মডেলের মোবাইল হাতে নিয়ে চাপুন *5512#, এবার দেখুন মোবাইলের এলসিডি উল্টোহয় গেছে । এবার চাপুন *5513# এবার দেখুন এলসিডি তিন ভাগে ভাগ হয়ে গেছে।
আবার চাপুন *5514# এবার দেখুন এলসিডি চার ভাগ হয়ে গেছে। এবার এলসিডি পুনরায় ঠিক করতে চাইলে চাপুন *5511# অথবা মোবাইলটি বন্ধকরে চালু করুন ঠিক হয়ে যাবে ভয় পাবেন্না এতেকরে এলসিডির কোন সমস্যা হবে না।
                              ধন্যবাদ    

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।