জেনে নিন খুবই গুরুত্ব পুর্ন এবং খুবই সহজ একটি বিষয় সহজ বিষয় এজন্য বল্লাম
কারণ এটা অনেকেই জানেন আর গুরুত্ব পুর্ন তাদের জন্য যারা একেবারেই নতুন
তাদের জন্য ....বিষয়টা হলো windows 7 এ বাংলা ফন্ট ইন্সটল করার পদ্ধতি যারা
জানেন তারা 100 হাত দুরে থাকুন. এবার চলুন শুরু করা যাক প্রথমে বিজয়
ক্লাসিক অথবা বিজয় 2003 এর যেকোন একটা ভার্সন ইন্সটল করুণ তারপর যেই ভার্সন
ইনস্টল করেছেন সেই ভার্সনের Font নামক ফোল্ডারে যান তার পর কীবোর্ড থেকে
ctrl+A চেপে সবগুলো font সিলেক্ট করুন তারপর সিেলক্ট করা font গুলোরমধ্যে
যেকোন একটার ওপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুণ তারপর অনেক গুলো
অপশন আসবে সেখান থেকে Install নির্বাচন করুণ তাহলেই কাজ হয়ে যাবে নিচের
চিত্র দেখুন
ধন্যবাদ
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।