0
প্রিয় বন্ধুরা কেমন আছেন আশাকরি ভালোই আছেন। যাইহোক এবার কাজের কথায় আশা যাক বাংলাদেশ সরকার নিরাপত্তা জনিত কারণে। viber/ tango বন্ধ করে দিয়েছে কিন্তু viber ছাড়া এক মুহুর্ত চলে। তাছাড়া সবচেয়ে বড়কথা হোলো আমাদের কাজইতো হচ্ছে প্রযুক্তি নিয়ে খেলা করা। আর তাই প্রযুক্তির এবারের খেলায় আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশের সারভারের viber.tango বন্ধ থাকার পরও চালানো যায় তো চলুন কথা না বারিয়ে দেখাযাক কিভাবে আমরা এই কাজটি করতে পারি। এই কাজটি করতে হলে আমাদের একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে উক্ত সফটওয়্যারটি নিচের ডাউনলোড লিংক থেকে নামিয়ে নিবেন। এবার চলুন ব্যবহারের নিয়মটা দেখে নেই ডাউনলোড করা হলে সাভাবিক নিয়মেই ইন্সটল করুন এবার নেট কানেকশন অন করুন এবার সফটওয়্যারটি ওপেন করুন এবার connect বাটনে ক্লিক করুন নিচের চিত্র দেখুন।

 এখন একটা অপশন আসবে সেখান থেকে I trust this application এর বাম পাসের চেক বক্সে একটা টিক চিহ্ন দিয়ে ok করে বেরিয়ে আসুন নিচের চিত্র দেখুন

 এবার আবার. Connect বাটনে ক্লিক করুন এবার কিছুক্ষণ অপেক্ষা করুন দেখুন কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে গেলে নোটিফিকেশন বারে কানেকশন চিহ্ন দেখা যাবে। এবার আরামছে viber.tango. ব্যবহার করুন। এই পদ্ধতিতে সুধু viber.আর tango. নয় বাংলাদেশ থেকে ব্লক হয়ে যাওয়া সমস্ত ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। বন্ধুরা আমার এই পোস্ট পড়ে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলেই আমার লেখা সার্থক। আর যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হোলো। যাতে ভবিষ্যতে আরো ভালো মানের টিউন করতে উৎসাহ পাই। ধন্যবাদ
DOWNLOAD NOW

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।