0

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি গত রোববার ভাইবার ও ট্যাঙ্গো এবং সোমবার হোয়াটস অ্যাপ, মাইপিপল ও লাইন বন্ধের জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) নির্দেশনা পাঠায়। ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এসব অ্যাপ্লিকেশন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের ভিত্তিতে ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এসব অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছিল। নতুনভাবে কোনো অনুরোধ না আসায় মধ্যরাত থেকে সেগুলো খুলে দেওয়া হয়েছে।” বিএনপি জোটের অবরোধের মধ্যে এসব অ্যাপ ব্যবহার করে নাশকতাকারীরা যোগাযোগ রাখছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিটিআরসিকে ওই অনুরোধ করা হয়েছিল বলে এর আগে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান জানিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য, তারা ফোন কল পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের ওপর নজর
রাখতে পারলেও সন্ত্রাসীরা ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করায় তাদের সনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছিল।
তবে অ্যাপগুলো বন্ধ রাখার এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ব্যবহারকারীরা বলেন, পূর্ব ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্ত সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার নীতির পরিপন্থি। সূত্র: বিডি নিউজ ২৪

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।