0
All in one ড্রাইভর সফটওয়্যার ডাউনলোড করে সংগ্রহে রাখুন
আপনি কি আপনার ল্যাপটপের অথবা ডেক্সটপের ড্রাইভার সফটওয়্যার সমস্যায় ভুগছেন? আপনার কি মাদার বোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন? আপনি কি নেট থেকে একাধিক বার চেষ্টা করেও ড্রাইভার ইন্সটল দিতে ব্যর্থ? চিন্তার কোন কারণ নেই আমি আছিতো আপনার পাশে। এখনি ডাউনলোড করে নিন DriverEasy
http://mdlutfor.blogspot.com

এই সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজেই খুঁজে বের করতে পারবেন আপনার কম্পিউটারের ড্রাইভার সফটওয়্যার। শুধু মাত্র ডাউনলোড করে স্বাভাবিক নিয়মে ইন্সটল করুণ এবং ওপেন করে scan Now বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন এবার লক্ষ্য করুন আপনার কম্পিউটারের ড্রাইভার সফটওয়্যার হাজির হয়েছে আপনার সামনে। এবার শুধু ডাউনলোড করে ইন্সটল করুন।

চলুন এক নজরে দেখেনেই আর বিশেষ কি কি কাজ করা যাবে এই সফটওয়্যারটি দিয়ে!

  1. যেকোনো মাদার বোর্ডের ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। 
  2. হার্ডওয়্যার ইনফরমেশন পাবেন। 
  3. ড্রাইভার Restore করতে পারবেন। 
  4. Offline sacn করতে পারবেন। 
  5. Driver Backup করতে পারবেন। 
  6. Windows Update করতে পারবেন।
  7. System Restore করতে পারবেন।

তো দেরি নাকরে এখনি ডাউনলোড করে নিন।
আজ আর না দেখা হবে পরবর্তীতে অনন্য কোনও নতুন বিষয় নিয়ে শেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহাফেজ 

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।