0
www.mdlutfor.blogspot.com
৯ আগস্ট ২০১৫ তারিখে প্রকাশিত হতে যাচ্ছে HSC পরীক্ষার ফলাফল।
প্রতিবারই আমরা যেকোনো পাবলিক পরীক্ষার ফলাফল যানতে আপনাদেরকে সহযোগিতা করে থাকি। এবারও তার ব্যতিক্রমটি করবোনা। তাই প্রতিবারের মতো এবারও আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করবো ঘড়ে বসেই পরীক্ষার ফলাফল জানার জন্য সহজ কিছু পদ্ধতি।
তাহলে চলুন কথা না বাড়িয়ে এক নজরে দেখে নেই পদ্ধতি গুলো কি কি

এসএমএস এর মাধ্যমে ফলাফল যানতে :

সাধারণ ৮টি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের জন্যঃ 
প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC <space> আপনার শিক্ষা বোর্ডের
প্রথম তিন অক্ষর ইংরেজিতে <space> রোল নম্বর <space> 2015 আর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। সকল মোবাইল
অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য। ফিরতি মেসেজে পেয়ে যাবেন আপনার এইচএসসি পরীক্ষার
ফলাফল।

টেকনিকাল বোর্ডের পরীক্ষার্থীদের জন্যঃ 

প্রথমেই আপনার মোবাইলের
মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন HSC <space> TEC <স্পেস> রোল নম্বর <space> 2015 আর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২
নম্বরে। সকল মোবাইল অপারেটরের
ক্ষেত্রেই প্রযোজ্য। ফিরতি মেসেজে
পেয়ে যাবেন আপনার এইচএসসি পরীক্ষার  ফলাফল।

আলিম পরীক্ষার্থীদের জন্যঃ 

প্রথমেই আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে
টাইপ করুন Alim <space> MAD <স্পেস> রোল নম্বর <space> 2015 আর মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। সকল মোবাইল অপারেটরের ক্ষেত্রেই প্রযোজ্য। ফিরতি মেসেজে পেয়ে যাবেন আপনার এইচএসসি পরীক্ষার
ফলাফল। 

 ইন্টানেটের মাধ্যমে ফলাফল জানতে:

পরিক্ষার্থীরা ইন্টানেট এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন তার জন্য শিক্ষার্থীরা সরাসরি শিক্ষাবোর্ডের নিজেস্ব ওয়েব সাইট থেকে আপনার কাক্ষিত ফলাফল পাবেন। ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানতে এখানে ক্লিক করুন

 এনড্রয়েড এর মাধ্যমে ফলাফল পেতে:

Android ফোন থেকে ও ফলাফল পাওয়া যাবে শিক্ষার্থীরা তার নিজেস্ব Android ফোন থেকে
সরাসরি ইন্টানেটের মাধ্যমে ফলাফল জানতে পারবেন এ জন্য তাকে একটি Android এপস ডাউনলোড
করতে হবে। একদম নিচে এনড্রয়েড এপস এর ডাউনলোড লিংক দেয়া আছে।
https://drive.google.com/file/d/0B38Zr6HXqMGadWdJUTZkb1ExWDQ/view
 সবার জন্য রইলো শুভ কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।