0

www.mdlutfor.blogspot.com
একই ব্রাউজার দিয়ে একাধিক ফেসবুক আইডি লগিং করুন
বর্তমান সময়ে প্রায় অধিকাংশ মানুষেরই ফেসবুক আইডি রয়েছে। কাওকে আবার একাধিক ফেসবুক  আইডি ব্যবহার করতে দেখা যায়।  এই যেমন আমি নিজেই, কাজের প্রয়োজনে আমাকে একাধিক ফেসবুক আইডি এবং একাধিক ইমেইল আইডি ব্যবহার করতে হয়। শুধু  আমিই না আমার মতো অন্যরাও  যারা  অনলাইনে বিভিন্ন প্রকার কাজ করেন তাদেরকেও একাধিক ইমেইল,  জিমেইল, এবং ফেসবুক আইডি ব্যবহার করতে হয়। আর অনেক সময় দেখা যায় কাজের প্রয়োজনে একই সময়ে একাধিক আইডিতে লগিং করার প্রয়োজন পরে আর ঠিক এই সময় টাতেই দুর্ভোগের শিকার হতে হয়, কেননা একই ব্রাউজারে একাধিক আইডি দিয়ে লগিং করা যায়না, আর এক একটি ব্রাউজারে এক একটি আইডি দিয়ে লগিং করা বেশ সময় সাপেক্ষ এবং ঝামেলা যুক্ত কাজ।
যাহোক আজকে আমি আপনাদেরকে এটার সমাধান দেখাবো আমি দেখাবো কিভাবে একই ব্রাউজার দিয়ে একাধিক আইডিতে লগিং করা যায়, যদিও এই ট্রিক্সটি অনেক পুরনো হয়তোবা অনেকেই এবিষয়ে জানেন তবুও আমি শেয়ার করছি শুধু মাত্র নতুনদের জন্য।

তাহলে চলুন শুরু করা যাক

প্রথমেই আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করুন এবং এই লিংকhttps://addons.mozilla.org/en-us/firefox/addon/multifox/ থেকে Multifox নামের একটি এড অন্স ইনস্টল করুন এডঅন্সটি ইনস্টল করা হয়ে গেলে ব্রাউজারটি রিস্টার্ট করুন। ব্যাস আমাদের কাজ শেষ এবার শুধু একাধিক আইডি দিয়ে লগিং করার পালা। এবার  আপনার ব্রাউজারটি পুনরায় ওপেন করুন এবং লক্ষ করুন মেনু বারের ওপরে ডান পাসে ঠিক এই রকম একটি নতুন আইকন দেখা যাচ্ছে।
এবার প্রতিবার এক একটি আইডিতে লগিং করার সময় একটি করে নতুন টেব খুলুন এবং ঐ আইকন টিতে ক্লিক করে একটি করে নতুন প্রোফাইল সিলেক্ট করুন এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগিং করুন। নিচের চিত্র দেখুন।

আশাকরি বুঝতে কোথাও সমস্যা হবে না তবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো সমাধান দেবার চেষ্টা করবো। আমার এই ব্লগে ফেসবুক এবং ব্লগার উভয় সিস্টেমেই মন্তব্য করা যায়।
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
                                                                           *আল্লাহ হাফেজ*

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।