0
হঠাৎ করেই মাউস নষ্ট হলে কি করবেন? যেনে নিন এখন প্রায় সময়ই দেখা যায় মাউসে সিঙ্গেল ক্লিক করলে ডাবল ক্লিক লেগে যায়, আবার অনেক সময় দেখা যায় দুই তিনটা ক্লিক করলেও ঠিক মতো ক্লিক লাগেনা। আজকে আমি আপনাদের দেখাবো জরুরী মূহুর্তে এই ধরনের সমস্যা হলে মাউস বাদ দিয়ে কিভাবে কিবোর্ড কেই মাউসে রূপান্তরিত করে কাজ চালিয়ে যাবেন।

www.mdlutfor.blogspot.com

তাহলে চলুন কথা না বারিয়ে কাজে লাগে পরি। 

প্রথমেই আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Num Lock, of করে রাখুন। এবার কিবোর্ড থেকে এক সাথে Alt +shift+num Lock চাপুন। এবার দেখুন নিচের চিত্রের মতো একটি মেসেজ আসবে, নিচের চিত্র দেখুন।

www.mdlutfor.blogspot.com
এবার tab বাটন চেপে yes সিলেক্ট করে এন্টার চাপুন পুরো বিষয়টা উপরের চিত্রের মতো হবে। এবার কিবোর্ড এর num Lock, on করুন, এবার num lock এর অন্তর্ভুক্ত থাকা বাটন গুলো চাপ দিয়ে দেখুন আপনার কিবোর্ডটি মাউসে রূপান্তরিত হয়ে গেছে।
বন্ধুরা আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।
                                                                *আল্লাহাফেজ*

Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।