0
এনড্রয়েড ব্যবহার কারি দেড় এখন থেকে ইন্টারনেট যতটুকু খরচ ঠিক ততটুকুই বিল বাড়তি MB খরচের দিন শেষ। বন্ধুরা আজকে আপনাদের সাথে খুবই দরকারি এবং কাজের একটি এনড্রয়েড সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি. এই সফটওয়্যার টা ব্যবহার করলে আপনার ইন্টারনেট খরচ প্রায় ৫০% সছ্রয় হবে. বন্ধুরা আমাদের দেশে কিছুদিন আগেও নেটওয়ার্ক ছিলো 2G এখন আমাদের দেশে ইন্টারনেট সেবার উন্নতি হয়েছে নেটওয়ার্ক 2G থেকে হয়েছে 3G কিন্তু উন্নতি হয়নি নেট প্যাকেজ গুলোর করন এখনো আমাদের চরা দামে কিনতে হয় ইন্টারনেট প্যাকেজ। আর তাই কিভাবে নেট খরচটা একটু কমিয়ে আনা জায় তা নিয়ে গবেষণা করছিলাম আর গবেষণা করতে গিয়ে পেয়ে গেলাম একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি ব্যবহার করে আমি নিজে খুবই ভালো ফলাফল পাচ্ছি. আর তাই ভাবলাম আপনাদের সাথে সফটওয়্যারটা শেয়ার করি নিচে ডাউন-লোড লিংক দেয়া আছে ওখান থেকে ডাউন-লোড করে নিবেন আর ডাউন-লোড করার আগে অবশ্যই ডাউন-লোড করার নিয়মটা ভালো করে দেখে নিবেদন। এবার চলুন আমরা বোঝার চেষ্টা করি কেন আমাদের নেট খরচ বেশি হয়. যদিও এই বিষটা সবাই জানেন তারপরও বলি হয়তো অনেক নতুন ইউজার আছেন তাদের বোঝাতে সহজ হবে. এনড্রয়েড ইউজাররা যখন তাদের ফোনে ডাটা কানেকশন অন করে তখন এনড্রয়েড অপারেটিং সিস্টেম সহ সকল ডাউন-লোড করা এ্যাপস গুলো তাদের আপডেট খুঁজতে থাকে। অর্থাৎ সবাই বেক গ্রাউন্ড এ বসে ডাটা খরচ করতে থাকে। আর এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে রুট ইউজারদের জন্য রয়েছে droid all নামক একটি সফটওয়্যার. রুট ইউজাররা তো মুক্তি পেলো কিন্তু আনরুট ইউজারদের কি হবে চিন্তার কোন কারণ নেই আমি নিয়ে এসেছি আনরুট ইউজারদের জন্য সমাধান . এই এ্যাপস ব্যবহার করে আপনি আপনার ইচ্ছে মত.নির্দিষ্ট যেকোন অ্যাপ্লিকেশন এ ডাটা ON রাখতে পারবেন এবং বাকি গুলোকে Of করে রাখতে পারবেন ফলে ২৪ ঘন্টা ডাটা কানেকশন দেয়া থাকলেও 1kb . ফালতু খরচ হবেনা। তাহলে চলুন একনজরে দেখে নেই এই সফটওয়্যার টার ব্যবহার বিধি :- প্রথমেই সফটওয়্যারটা ডাউন-লোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন এবার start এ বাটনে টাচ করুন. এবার একটা পেজ আসবে সেখান থেকে I trust this application এর চেক বক্স টিক চিন্হ দিয়ে ওকে করুন.এখন আপনি যেই অ্যাপ্লিকেশন গুলোতে ইন্টারনেটে ব্যবহার করতে চান সেগুলোতে ঠিক চিন্হ দিন আর যেগুলো তে ইন্টারনেটে ব্যবহার করতে না চান সেগুলো ফাকা রাখুন অথবা ক্রস চিন্হ দিন নিচের চিত্র দেখুন।

এখন থেকে আরামছে নাকে তেল দিয়ে নেট ব্যবহার করুন আপনার বাড়তি MB খরচের দিন শেষ।
ডাউনলোড করার নিয়ম
 প্রথমেই নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন তারপর একটি পেজ ওপেন হবে পেজটি লোড হবার পর ৫ সেকেন্ড অপেক্ষা করুন এবার দেখুন স্ক্রিনের ওপরে ডানপাশে skip ad. নামের একটি বাটন আছে সেখানে ক্লিক করুন। এনড্রয়েড ব্যবহারকারী দের সমস্যা হলে Mozilla/ chrome ব্রাউজার ব্যবহার করুন বুঝতে না পারলে নিচের চিত্র দেখুন ধন্যবাদ।


http://adf.ly/1EHD4k


Post a Comment

প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।