আমরা সবাই জানি একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা ভাবতেই কেমন লাগে। তবুও জীবনের একমাত্র নিশ্চিত সত্য মৃত্যু। আর মানুষ মরে যাবে বলে ভেবে রাখে তার সকল অর্থ-সম্পদের উত্তরাধিকার কে হবে। কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে প্রিয় ফেসবুক অ্যাকাউন্টের কি হবে এ নিয়ে কি কেউ ভেবেছেন? ফেসবুক অ্যাকাউন্টের মালিকানা কে পাবেন তা নির্ধারণ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষ 'লিগ্যাসি কন্টাক্ট' নামের একটি ফিচার উন্মুক্ত করেছে। এই ফিচারটি ব্যবহার করে উত্তরাধিকারী নির্বাচন করে রাখলে ফেসবুক ব্যবহারকারীর মৃত্যুর পর ওই অ্যাকাউন্টের মালিকানা পাবেন তিনি। মনোনীত ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলার বা সচল রাখার সিদ্ধান্ত নিতে পারবে। তবে মনোনীত ব্যক্তি ফেসবুক ব্যবহারকারীর পূর্বের প্রকাশিত কোনো পোস্ট পরিবর্তন
করা বা পুরোনো বার্তাগুলো আর দেখতে পারবে না। উত্তরাধিকার সূত্রে পাওয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার
করে প্রোফাইলের ছবি ও কভারের ছবি হালনাগাদ করা যাবে, নতুন বন্ধুর আমন্ত্রণ গ্রহণ করা যাবে এবং পোস্ট লেখা যাবে। ছবি ও পোস্ট আর্কাইভ থেকে তা ডাউনলোড ও তথ্য বিনিময় করা যাবে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে 'লিগ্যাসি কন্টাক্ট ' ফিচারটি ব্যবহার করা যাচ্ছে তবে পরবর্তীতে সব দেশের ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধা পাবে।
আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী টিউনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।