পেনড্রাইভের মাধ্যমে সেটআপ দিন WINDOWS 7 অথবা WINDOWS 8 অপারেটিং সিস্টেম
উপকরনঃ
১) একটি পেনড্রাইভ
২) উইন্ডোজ সেভেন বা এইট এর ইন্সটল ফাইল বা ডিভিডি
কিভাবে করবেন
১।প্রথমে একটি ডিভিডি বা সিডি /ডিভিডি রুমে প্রবেশ করান যেই পেন্ড্রাইভ এর সাহায্যে উইন্ডোজ ইন্সটল করতে চান সেটিও কম্পিউটারে লাগান।এবার Start >All Programs>Accessories>Command prompt এ মাউসের রাইট বাটন ক্লিক করে “Run as Administrator ” হিসেবে চালু করুন।অথবা স্টার্ট মেনু থেকে “cmd” লিখে সার্চ দিয়ে Ctrl+shift+Enter চেপে চালু করুন।
২।এবার লিখুন DISKPART এবং লেখা হলে এন্টার বাটন চাপুন।দেখবেন ডিস্কপার্ট চালু হয়ে গেছে।
এবার LIST DISK লিখে এন্টার চাপলে আপনার কম্পিউটারে মোট ড্রাইভ সমূহ ও পেন্ড্রাইভ দেখাবে।এখানে পেন্ডড্রাইভ যত নাম্বারে থাকবে সেই নাম্বারটি খেয়াল করবেন।এটি 1 বা 2 হতে পারে।১ নাকি ২ নাম্বারে দেখাচ্ছে সেটি বোঝার জন্য পাশে ড্রাইভের সাইজ দেখলে বুঝতে পারবেন।এবার নীচের কমান্ডগুলো পর্যায়ক্র মিকভাবে লিখে এন্টার বাটন এ ক্লিক করুন।প্রতিটি লাইন কমান্ড লেখার পর এন্টার চাপুন।একসাথে লিখে এন্টার দিলে হবে না।যেহেতু,আমার পেন্ড্রাইভ 2 নাম্বারে দেয়া আছে তাই আমি SELECT DISK 2 লিখেছি।আপনারটি যদি 1 নাম্বারে দেখায় তাহলে SELECT DISK 1 দিবেন।
SELECT DISK 2
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 2
ACTIVE
FORMAT FS=NTFS
(পেন্ড্রাইভ ফরম্যাট হতে কিছুক্ষন সময় নিতে পারে। এটা পেন্ড্রাইভের সাইজের উপর নির্ভর করবে।)
ASSIGN
EXIT
এবার ডিভিডি ড্রাইভে থাকা উইন্ডোজের সিডি/ডিভিটি পুরোটি কপি করে পেন্ড্রাইভে পেষ্ট করুন।ব্যাস কাজ শেষ হলে পেন্ড্রাইভটি সেটাপ দেওয়ার উপযোগী হয়ে যাবে।এখন পেন্ড্রাইভটি কম্পিউটারে লাগালেই সেটাপ হওয়া শুরু হবে
ভালো লাগলে অথবা কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করবেন
ধন্যবাদ
উপকরনঃ
১) একটি পেনড্রাইভ
২) উইন্ডোজ সেভেন বা এইট এর ইন্সটল ফাইল বা ডিভিডি
কিভাবে করবেন
১।প্রথমে একটি ডিভিডি বা সিডি /ডিভিডি রুমে প্রবেশ করান যেই পেন্ড্রাইভ এর সাহায্যে উইন্ডোজ ইন্সটল করতে চান সেটিও কম্পিউটারে লাগান।এবার Start >All Programs>Accessories>Command prompt এ মাউসের রাইট বাটন ক্লিক করে “Run as Administrator ” হিসেবে চালু করুন।অথবা স্টার্ট মেনু থেকে “cmd” লিখে সার্চ দিয়ে Ctrl+shift+Enter চেপে চালু করুন।
২।এবার লিখুন DISKPART এবং লেখা হলে এন্টার বাটন চাপুন।দেখবেন ডিস্কপার্ট চালু হয়ে গেছে।
এবার LIST DISK লিখে এন্টার চাপলে আপনার কম্পিউটারে মোট ড্রাইভ সমূহ ও পেন্ড্রাইভ দেখাবে।এখানে পেন্ডড্রাইভ যত নাম্বারে থাকবে সেই নাম্বারটি খেয়াল করবেন।এটি 1 বা 2 হতে পারে।১ নাকি ২ নাম্বারে দেখাচ্ছে সেটি বোঝার জন্য পাশে ড্রাইভের সাইজ দেখলে বুঝতে পারবেন।এবার নীচের কমান্ডগুলো পর্যায়ক্র মিকভাবে লিখে এন্টার বাটন এ ক্লিক করুন।প্রতিটি লাইন কমান্ড লেখার পর এন্টার চাপুন।একসাথে লিখে এন্টার দিলে হবে না।যেহেতু,আমার পেন্ড্রাইভ 2 নাম্বারে দেয়া আছে তাই আমি SELECT DISK 2 লিখেছি।আপনারটি যদি 1 নাম্বারে দেখায় তাহলে SELECT DISK 1 দিবেন।
SELECT DISK 2
CLEAN
CREATE PARTITION PRIMARY
SELECT PARTITION 2
ACTIVE
FORMAT FS=NTFS
(পেন্ড্রাইভ ফরম্যাট হতে কিছুক্ষন সময় নিতে পারে। এটা পেন্ড্রাইভের সাইজের উপর নির্ভর করবে।)
ASSIGN
EXIT
এবার ডিভিডি ড্রাইভে থাকা উইন্ডোজের সিডি/ডিভিটি পুরোটি কপি করে পেন্ড্রাইভে পেষ্ট করুন।ব্যাস কাজ শেষ হলে পেন্ড্রাইভটি সেটাপ দেওয়ার উপযোগী হয়ে যাবে।এখন পেন্ড্রাইভটি কম্পিউটারে লাগালেই সেটাপ হওয়া শুরু হবে
ভালো লাগলে অথবা কোন প্রকার সমস্যা হলে কমেন্ট করবেন
ধন্যবাদ
Post a Comment
0 comments
প্রিয় পাঠক পোস্টটি পড়ার পর যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে গঠনমূলক মন্তব্য করুন । আপনার ছোট্ট একটি মন্তব্য আমাকে আরও ভালো এবং উন্নত মানের পোস্ট লিখতে উৎসাহ প্রদান-করবে। আর প্রাসঙ্গিক যেকোনো প্রশ্ন-সাহায্য-জিজ্ঞাসা-অভিযোগ থাকলে। মেইল করুন mrlutfor1@gmail.com এই ঠিকানায়। আপনার ছোট্ট একটি মন্তব্য আমার নিকট অধিক মূল্যবান। আসা-করছি সাথেই থাকবেন। ধন্যবাদান্তে -লুৎফর রহমান।